‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ইরানি চ্যানেল
শুক্রবার

১৫ মার্চ ২০১৩

৪:৩৮:০০ PM
400207

তেল আবিবে ‘শিয়া-সুন্নি বিচ্ছেদ’ সম্মেলন অনুষ্ঠিত

ইসরাইলের চাপিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মুসলিম বিশ্বে শিয়া-সুন্নি বিচ্ছেদ শিরোনামে এক সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মুসলিম বিশ্বে শিয়া-সুন্নি বিচ্ছেদ শিরোনামে সম্মেলনের আয়োজন করেছে ইসরাইলের চাপিক বিশ্ববিদ্যালয়।

শিয়া-সুন্নি বিচ্ছেদ নামে অনুষ্ঠিত এ সম্মেলন গত সপ্তাহের রবিবার (১০ই মার্চ) তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ডন ডেভিড ভবনে অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে তেল আবিব বিশ্ববিদ্যালয়সহ জায়নবাদী ইসরাইলের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ ধরণের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরব, মিশর ও জর্ডানের ন্যায় অন্যান্য দেশের সালাফীদেরকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের শিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করার উদ্দেশ্যে এ ধরণের সম্মেলন অনুষ্ঠিত হয়।

কানশাস ইন্টারন্যাশন্যাল ইনস্টিটিউটের প্রধান জেমস জেনিনিংস প্রেসটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন : ‘সময় পরিবর্তনের সাথে সাথে ইসরাইল যে, পন্থা বেছে নিয়েছে তার প্রতি যদি আপনি লক্ষ্য করেন এবং তা নিয়ে চিন্তা করেন তবে বুঝতে পারবেন যে, তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিচ্ছেদ ও বিভেদ সৃষ্টি করে হুকুমত করা’।

তিনি বলেন : ‘যতদিন পর্যন্ত কেউ এ বিষয়ে ন্যায়নিষ্ঠার সাথে অধ্যায়ন করবে এবং নিজের দৃষ্টিভঙ্গী বর্ণনার জন্য অপরকে আহবান না জানাবে, ততদিন এতে কোন সমস্যা নেই। কিন্তু দুঃখজনকভাবে এর মূল বিষয়বস্তু এবং উদ্দেশ্য অন্য কিছু’।#