‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
শুক্রবার

২২ মার্চ ২০১৩

৭:৩০:০০ PM
402301

পশ্চিম তীর থেকে বসতি সরিয়ে নিন : ইসরাইলকে জাতিসংঘ

ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে সব ধরনের বসতি ও স্থাপনা সরিয়ে নিতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বার্তা সংস্থা আবনা : ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে সব ধরনের বসতি ও স্থাপনা সরিয়ে নিতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থার মানবাধিকার বিষয়ক পরিষদ গতকাল জেনেভায় অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানিয়েছে। একইসঙ্গে ইসরাইলের বসতি নির্মাণ কর্মকাণ্ডের জন্য ফিলিস্তিনিদের যে ক্ষতি হয়েছে তাও পূরণের জন্য বলেছে পরিষদ।

এ ছাড়া, বসতি নির্মাণ করতে গিয়ে ফিলিস্তিনি জনগণের মানবাধিকার লংঘন বন্ধ করার কথাও বলেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। সেই সঙ্গে বসতি নির্মাণ-কেন্দ্রিক সহিংসতা বন্ধ এবং ফিলিস্তিনিদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব এ সংস্থা। এতে ফিলিস্তিনিদেরকে অযৌক্তিকভাবে আটকেরও নিন্দা জানানো হয়।

এ ছাড়া, জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইসরাইলের বিরুদ্ধে পাঁচটি প্রস্তাব পাস করা হয় এবং ৪৭ সদস্য রাষ্ট্রের মধ্যে একমাত্র আমেরিকা এসব প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। পরিষদ ফিলিস্তিনিদের পক্ষে কাজ করছে এমন অভিযোগ এনে গতকালের বৈঠক বর্জন করে ইহুদিবাদী ইসরাইল।#রেডিও তেহরান