‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : শাবিস্তান
সোমবার

২৫ মার্চ ২০১৩

৭:৩০:০০ PM
403017

পর্তুগাল-ইসরাইল ম্যাচের পর;

ইসরাইলে নই ফিলিস্তিনের মাটিতে রয়েছি : রোনাল্ডো

পতুর্গাল-ইসরাইল ফুটবল ম্যাচের পর জায়নবাদী ইসরাইলি এক খেলোয়াড় জার্সি পরিবর্তন করতে এগিয়ে এলে রোনাল্ডো তার প্রতি কোন ভ্রুক্ষেপ না করে জার্সি পরিবর্তন করাকে এড়িয়ে যান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পর্তুগাল ও জায়নবাদী ইসরাইলের মধ্যকার ফুটবল ম্যাচের পর আল-জাজিরার স্পোর্টস রিপোর্টার প্রখ্যাত ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি ইসরাইলের মাটিতে রয়েছেন নাকি ফিলিস্তিনের’? উত্তরে তিনি বলেন : আমি ফিলিস্তিনের মাটিতে রয়েছি।

ম্যাচ শেষে জায়নবাদী ইসরাইলের এক ফুটবলিস্ট জার্সি পরিবর্তনের জন্য এগিয়ে এলে কোন গুরুত্ব না দিয়ে জার্সি পরিবর্তন করাকে এড়িয়ে যান রিয়াল মাদ্রিদের এ তারকা।