‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : YJC
মঙ্গলবার

১৬ এপ্রিল ২০১৩

৬:২৩:০০ PM
409895

২২ বছর পর কুয়েতে ফিলিস্তিনী দূতাবাস উদ্বোধন করলেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রধান গতকাল সোমবার -১৫ই এপ্রিল- কুয়েতে ফিলিস্তিনী দূতাবাসের উদ্বোধন করেছেন। দীর্ঘ ২২ বছর দুই দেশের সম্পর্ক ছিন্ন থাকার পর গতকাল তা আবার পূনরায় চালু হল।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রধান ‘মাহমুদ আব্বাস’ বর্তমানে কুয়েত সফর করছেন। তিনি গতকাল সোমবার -১৫ই এপ্রিল- কুয়েতে ফিলিস্তিনী দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, আজ ফিলিস্তিন-কুয়েত সম্পর্কের একটি স্মরণীয় ও ঐতিহাসিক দিন।

তিনি বলেন : ফিলিস্তিনের বিষয়ে কুয়েতের সবসময়ের অবস্থান এবং ফিলিস্তিনের হাজার হাজার জনগণকে আশ্রয় দেওয়ার জন্য আমরা গর্বিত। ফিলিস্তিনের জনগণের প্রতিরোধ, ফিলিস্তিনের স্বাধীনতা বিষয়ক সংস্থা ও ফাত্‌হ মুভমেন্টের গোড়াপত্তন হয় কুয়েতেই, আমরা কখনই এ দেশকে ভুলবো না।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রী ‘সাবাহ আল-খালেদ আস-সাবাহ বলেছেন : ফিলিস্তিনী দূতাবাসের উদ্বোধনের মাধ্যমে দুই জাতির সম্পর্কে অব্যাহত থাকবে এবং ফিলিস্তিনী ভাইদের সহযোগিতায় বিভিন্ন খাতে কুয়েতের উন্নয়নের বিষয়ে আমরা গর্বিত।

জনাব মাহমুদ আব্বাস কুয়েত সফরকালে এদেশের আমির এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পূর্বে কুয়েত ও ফিলিস্তিনের স্বশাসিত সরকারের মধ্যকার রাজনৈতিক টানাপোড়নের ফলে দু’দেশের সম্পর্ক ছিন্ন হয়। কুয়েতের উপর ইরাকের হামলার ঘটনায় দুই দেশের মাঝে এ রাজনৈতিক টানাপোড়নের জন্ম নেয়।