‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Al-Alaam
রবিবার

২১ এপ্রিল ২০১৩

৭:৩০:০০ PM
411949

পেরেজের সাথে করমর্দন করে বরখাস্ত হলেন জর্ডানের এক সাংসদ

অধিকৃতি ফিলিস্তিন অঞ্চলে সফর ও শিমন প্রেজের সাথে করমর্দনের কারণে সাময়িকভাবে সদস্যপদ বাতিল করা হয়েছে জর্ডানের আল-ওয়াসাত আল-ইসলামি পার্টির সদস্য এবং জর্ডান পার্লামেন্টের একজন সাংসদের।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : জর্ডানের আল-ওয়াসাতুল ইসলামি’ পার্টি পার্লামেন্টারী ফ্রাকশনের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ‘মুহাম্মাদ এশা আল-দাওয়াইমাহ’ জায়নবাদী ইসরাইল কর্তৃক আয়োজিত তাদের (কথিত) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ এবং নিরীহ ফিলিস্তিনীদের রক্তে রঞ্জিত শিমন প্রেজের সাথে করমর্দন করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গণমাধ্যম এবং ইন্টারনেটের বিভিন্ন ওয়েব সাইট হতে আল-দাওয়াইমাহ’র ইসরাইল সফরের বিষয়ে তথ্য লাভের পর আল-ওয়াসাত পার্টির পার্লামেন্টারী ফ্রাকশন এবং এ দলের রাজনৈতিক পরিষদের মাঝে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিতে ফ্রাকশন হতে আল-দাওয়ামিয়াহ’র সদস্য পদ বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, এ ধরণের পদক্ষেপ দলের মূলনীতিতে আঘাত হেনেছে। কেননা দলটি সর্বঅবস্থাতেই জায়নবাদী শত্রুর সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোর বিরোধী।

বলাবাহুল্য, মুহাম্মাদ এশা আল-দাওয়াইমাহ জর্ডান সংসদের একজন সদস্য এবং ফিলিস্তিনী বংশোদ্ভূত।