‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Irna
সোমবার

২৯ এপ্রিল ২০১৩

১:০১:০০ PM
414190

ফিলিস্তিনীদের পানির কূপ বিষাক্ত করছে ইহুদীরা

ইয়াতা অঞ্চলের পূর্বে অবস্থিত মুগায়িরুল উবাইদ এলাকায় জায়নবাদী ইসরাইলের বসতিসমূহের ইহুদিরা বিষাক্ত দ্রব্য নিক্ষেপ করে ফিলিস্তিনীদের পানির কূপ দূষিত করছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ফিলিস্তিন হতে বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে, জায়নবাদী ইসরাইলি বসতিসমূহের ইহুদিরা ইয়াতার পূর্ব অঞ্চলে অবস্থিত ‘মুগায়িরুল উবাইদ’ এলাকায় ফিলিস্তিনীদের পানির কূপে বিষাক্ত দ্রব্য নিক্ষেপ করে তা দূষিত করছে।

ফিলিস্তিনীদের অভিযোগের ভিত্তিতে বিশেষজ্ঞ একটি দলকে ঐ অঞ্চলের প্রেরণ করা হয়। ঐ কূয়া হতে গৃহীত পানির নমুনা পরীক্ষার পর প্রমাণিত হয়েছে যে, তা বিষাক্ত করা হয়েছে। এরই ভিত্তিতে ঐ কূপের পানি পান করতে নিষেধ করেছেন বিশেষজ্ঞ দলটি।

ফিলিস্তিনী সূত্র জানিয়েছে : ফিলিস্তিনীদের বিরুদ্ধে ও তাদের সম্পদের বিরুদ্ধে এ ধরণের অপরাধকর্মে জায়নবাদী ইসরাইলিদের মূখ্য উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনীদেরকে তাদের ভূখণ্ড হতে বিতাড়িত করা এবং তাদের আবাসভূমি হতে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া।