‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বুধবার

৮ মে ২০১৩

৭:৩০:০০ PM
417342

আল-আকসা মসজিদের মুফতিকে ধরে নিয়ে গেছে ইসরাইল

ইহুদিবাদী ইসরাইলি সেনারা বাইতুল মোকাদ্দাস (জেরুজালেম) শহরের গ্রান্ড মুফতি মোহাম্মাদ হোসেইনকে ধরে নিয়ে গেছে।

বার্তা সংস্থা আবনা : ইহুদিবাদী ইসরাইলি সেনারা বাইতুল মোকাদ্দাস (জেরুজালেম) শহরের গ্রান্ড মুফতি মোহাম্মাদ হোসেইনকে ধরে নিয়ে গেছে। আজ (বুধবার) সকালে তার বাসভবন থেকে তাঁকে তুলে নিয়ে যায় ইহুদিবাদী বাহিনী।

মুফতি মোহাম্মাদ হোসেইনকে ইসরাইলি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইহুদিবাদী পুলিশ এক বিবৃতিতে বলেছে, আল-আকসা মসজিদে মঙ্গলবারের সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদসহ বাইতুল মোকাদ্দাস শহরের পবিত্র স্থানগুলোর পরিচালকের দায়িত্ব পালন করছেন মুফতি মোহাম্মাদ হোসেইন।

মঙ্গলবার ইহুদিবাদী সেনাদের সঙ্গে নিয়ে অন্তত ১০০ ইসরাইলি অভিবাসী আল-আকসা মসজিদে হানা দেয়। ফিলিস্তিনি মুসলমানরা আল্লাহর ঘরের এ অবমাননা মেনে নিতে পারেননি। তারা মসজিদের প্রবেশপথে ইহুদিবাদীদের রুখে দেয়ার চেষ্টা করেন।

এ সময় ইসরাইলি সেনারা ফিলিস্তিনি জনগণের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন এবং ইসরাইলি সেনারা অন্তত ১০ জন ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়।

মঙ্গলবার রাতেও জর্দান নদীর পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে আরো ১৬ ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরাইলি সেনারা।

ইহুদিবাদী কর্মকর্তারা দাবি করছেন, নিরাপত্তা বিঘ্ন করার দায়ে এসব ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, দখলদার ইসরাইলি সেনারা প্রায়ই ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর গণহত্যাসহ অন্যান্য নিপীড়ন চালায়। পরে সেই অপরাধে উল্টো ফিলিস্তিনিদের বিরুদ্ধেই চলে ধরপাকড় অভিযান। এভাবে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে গত ছয় দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের ভূখণ্ডে টিকে রয়েছে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রটি।