‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Irna
বৃহস্পতিবার

৯ মে ২০১৩

৩:৫৫:০০ AM
417359

ফিলিস্তিনী মুফতির গ্রেফতারের নিন্দায় মিশর

জায়নবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনী ভূখণ্ড ও কুদস শহরের বিশিষ্ট মুফতি ‘শেইখ মুহাম্মাদ হুসাইনের গ্রেফতারের নিন্দা জানিয়েছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে প্রকাশিত এক বিবৃতিতে, বিশেষ ধর্মীয় ব্যক্তিত্বের অধিকারী হওয়ায় শেইখ মুহাম্মাদ হুসাইনকে অনতিবিলম্বে মুক্তি দানের জন্য জায়নবাদী ইসরাইলি কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী।

মিশরের পররাষ্ট্র মন্ত্রী ঐ বিবৃতিতে আইন লঙ্ঘন এবং মসজিদুল হারামের উপর হামলা বৃদ্ধির নিন্দা জানিয়ে এ পদক্ষেপ বিশ্বের কোটি কোটি মুসলমানদের আবেগকে উস্কে দেবে বলে আখ্যায়িত করেন।

গণমাধ্যমের ঘোষণার ভিত্তিতে, কুদস দখলদার বাহিনী গতকাল বুধবার -৮ই মে- ফিলিস্তিনের মুফতি শেইখ মুহাম্মাদ হুসাইনকে গ্রেফতার করেছে।

জনৈক আলেম জানিয়েছেন : জায়নবাদী ইসরাইলি সৈন্যরা কুদসে অবস্থিত শেইখ মুহাম্মাদ হুসাইনের বাড়ীতে হামলা চালিয়ে তাকে গ্রেফতার করে।

ইতিপূর্বে কুদসের মাজার সংরক্ষণ ও সংস্করণ পরিষদের প্রধান মুস্তাফা আবু যুহাদাকে মসজিদুল আকসার ‘আল-আসবাত’ ফটক দিয়ে অতিক্রম করার সময় গ্রেফতার করেছে জায়নবাদী বাহিনী।

বিবৃতিতে তার গ্রেফতারের কোন কারণ উল্লেখ করা হয় নি।