‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
শনিবার

২৫ মে ২০১৩

৭:৩০:০০ PM
422897

ক্যাম্প ডেভিড চুক্তি বাতিল করুন: মুরসিকে ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ক্যাম্প ডেভিড চুক্তি বাতিল করতে মিশরের প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসির প্রতি আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা আবনা : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ক্যাম্প ডেভিড চুক্তি বাতিল করতে মিশরের প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসির প্রতি আহ্বান জানিয়েছেন।

গাজা উপত্যকায় গতকাল জুমা নামাজের সময় ইসমাইল হানিয়া বলেন, “আমরা মিশর সরকারকে বলব যদি ক্যাম্প ডেভিড চুক্তি বাতিল নাও করেন তাহলে অন্তত নিরাপত্তা ধারাটি বাতিল করুন।”

তিনি বলেন, ক্যাম্প ডেভিড চুক্তির এ ধারার সুযোগ নিয়ে ইহুদিবাদী ইসরাইল মিশরের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি এবং মিশর-ফিলিস্তিন সম্পর্ক নষ্ট করছে। এ ধারা অনুযায়ী, সিনাই উপদ্বীপে মিশর সেনাবাহিনী মোতায়েন করতে পারে না।

মিশর বিপ্লবের মাধ্যমে সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের পতনের পর সিনাই উপদ্বীপে দফায় দফায় সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। কয়েকদিন আগে সেখান থেকে মিশরের সাত পুলিশকে অপহরণ করে সন্ত্রাসীরা। এর জের ধরে মিশর রাফা সীমান্ত বন্ধ করে দেয়।

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাম্প ডেভিডে ১৩ দিন গোপন আলোচনার পর ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর মিশরের ততকালিন প্রেসিডেন্ট আনোয়ার আস-সাদাত ও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন ওই চুক্তিতে সই করেন।