২৬ এপ্রিল ২০২৫ - ২৩:২০
Source: Parstoday
ইরানের সংসদ: ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনা নয়; নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা থাকতে হবে

ইরানের সংসদ বা মজলিসে শুরায়ে ইসলামীর সদস্যরা যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুটি উত্থাপনের বিরোধিতা করেছেন। তারা এ বিষয়ে কোনো ধরণের আলোচনার পক্ষে নন।

পার্সটুডে'র তথ্য বলছে, ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি শুক্রবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে'র সাথে তাদের কমিশনের যৌথ বৈঠকের কথা উল্লেখ করে বলেছেন, এই বৈঠকে কমিশনের সদস্যরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যেকোনো ধরণের আলোচনার বিরোধিতা করার পাশাপাশি নতুন নতুন হুমকি মোকাবেলার জন্য উপযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং তা উন্নত করার ওপর জোর দিয়েছেন।

নিষেধাজ্ঞা যাতে আবার ফিরে না আসে সে ধরণের নিশ্চয়তা প্রয়োজন

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজের্দি গত বুধবার বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা যে রেড লাইন নির্ধারণ করে দিয়েছেন তা হচ্ছে আলোচনার ভিত্তি। তিনি আরও বলেন, আমরা পরমাণু বোমা তৈরি করব না- আমেরিকা যেমন এ ধরণের গ্যারান্টি চায়, তেমনি আমরাও গ্যারান্টি এই গ্যারান্টি চাই যে, নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হবে, যার ফলে ইরানের অর্থনীতির জন্য একটি ভালো পরিবেশ তৈরি হবে"

ইরানের আলোচক দল রেড লাইন মেনেই এগোচ্ছে

ইরানের পার্লামেন্টে নারী ও পরিবার বিষয়ক কমিশনের প্রধান ফাতেমা মোহাম্মদ বেইগি গতকাল বলেছেন, আলোচক দলটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমস্ত রেড লাইন মেনে চলার চেষ্টা করছে। এই বিষয়টি জনগণের কাছে ব্যাখ্যা করতে হবে যাতে তারা বুঝতে পারে যে, ইসলামী প্রজাতন্ত্রী ব্যবস্থা সর্বোচ্চ নেতার যুক্তি ও কথার বাইরে যাবে না।#

342/

Your Comment

You are replying to: .
captcha