‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
সোমবার

২৪ জুন ২০১৩

৭:৩০:০০ PM
433403

গাজার ভূগর্ভস্থ টানেল বিরোধী অভিযান জোরদার করেছে মিশর

মিশর সরকার দেশটি থেকে অবরুদ্ধ গাজা উপত্যকা অভিমুখী ভূগর্ভস্থ টানেলগুলো বন্ধ করে দেয়ার পদক্ষেপ জোরদার করেছে।

বার্তা সংস্থা আবনা : মিশর সরকার দেশটি থেকে অবরুদ্ধ গাজা উপত্যকা অভিমুখী ভূগর্ভস্থ টানেলগুলো বন্ধ করে দেয়ার পদক্ষেপ জোরদার করেছে।

২০১১ সালের গণবিপ্লবের পর মোহাম্মাদ মুরসির নেতৃত্বে ইসলামপন্থী সরকার ক্ষমতায় আসার পর গাজাবাসী মনে করেছিল, তাদের ওপর আরোপিত অবরোধের যুগ হয়তো শেষ হতে চলেছে।

গাজাবাসীর আশা ছিল, তাদেরকে আর ভূগর্ভস্থ টানেল নয়, বরং মিশরের সঙ্গে রাফাহ ক্রসিং দিয়েই তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে পারবে।

কিন্তু বাস্তবে তা হয়নি। খাদ্য, বস্ত্র ও ওষুধসহ প্রাত্যহিক চাহিদা পূরণের জন্য তাদেরকে সেই হোসনি মুবারক আমলে তৈরি করা ভূগর্ভস্থ টানেল এবং চোরাকারবারির ওপর নির্ভর করতে হয়েছে।

এবার মুবারক সরকারের মতো মুরসি সরকারও এসব টানেল বন্ধ করে দেয়ার উদ্যোগ নিয়েছে।

ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, টানেল বন্ধ করে দেয়ার ফলে অবরুদ্ধে গাজায় তেল ও সিমেন্টের দাম অস্বাভাবিক বেড়ে গেছে।

২০০৭ সালে ইহুদিবাদী ইসরাইল গাজার ওপর কঠোর অবরোধ আরোপ করার পর ওই উপত্যকার সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগের একমাত্র পথ রাফাহ ক্রসিংও বন্ধ করে দেয় আমেরিকা ও ইসরাইলের ক্রীড়নক মুবারক সরকার।

এরপর অনন্যোপায় হয়ে রাফাহ ক্রসিং-এর নীচ দিয়ে ভূগর্ভস্থ টানেল নির্মাণ করে গাজাবাসী ফিলিস্তিনিরা। মিশরের ততকালীন স্বৈরশাসক হোসনি মুবারক ভূগর্ভে ৩০ মিটার কংক্রিটের প্রাচীর নির্মাণ করে ওই টানেলগুলো বন্ধ করার পরিকল্পনা করেছিল।

কিন্তু তা বাস্তবায়নের আগেই গণঅভ্যুত্থানে মুবারকের পতন ঘটে।