‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
শুক্রবার

১৯ জুলাই ২০১৩

৭:৩০:০০ PM
442972

বন্দী নিয়ে ইসরাইলি রাজনীতি; মুক্তি পাবে কিছু ফিলিস্তিনি

কিছু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দখলদার ইসরাইল।

বার্তা সংস্থা আবনা : কিছু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দখলদার ইসরাইল। ইসরাইলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইউভাল স্টেইনিট্‌য আজ (শনিবার) বলেছেন, অল্প কয়েক জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে। এদের মধ্যে কেউ কেউ ৩০ বছরেরও বেশি সময় ধরে ইসরাইলি কারাগারে আটক রয়েছেন। তবে ঠিক কবে তাদের মুক্তি দেয়া হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি ইহুদিবাদী ওই মন্ত্রী।

খুব শিগগিরই ইসরাইল ও ফিলিস্তিনের নেতারা শান্তি আলোচনা শুরু করবেন বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঘোষণা দেয়ার পর কয়েক জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়ার পরিকল্পনার কথা জানা গেলো।

ইসরাইলের মানবাধিকার সংস্থা বি’টি সেলেমের তথ্য অনুযায়ী, ইসরাইলি কারাগারে বর্তমানে চার হাজার ৮১৭ জন ফিলিস্তিনি বন্দী রয়েছে। তাদের ওপর মারাত্মক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

ইসরাইলি বাহিনী মাঝেমধ্যেই ফিলিস্তিনে হানা দিয়ে মুসলমানদের ধরে নিয়ে যায়। এরপর ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছ থেকে ছাড় আদায়ের জন্য মাঝেমধ্যে কিছু বন্দীকে মুক্তি দেয়া হয়। এর আগে সমঝোতার আওতায় কিছু বন্দীকে মুক্তি দিয়ে নানা অজুহাতে আবারও তাদের আটক করেছে ইসরাইল।