‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Press tv
সোমবার

২ ডিসেম্বর ২০১৩

৮:৩০:০০ PM
485771

আল-খালিলে ৩ ফিলিস্তিনীকে হত্যা করেছে জায়নবাদী সৈন্যরা

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে গত মঙ্গলবার (২৬শে নভেম্বর) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে দখলদার সৈন্যরা। নিহতরা সকলেই ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তাদের বয়স ২০ এর উর্ধ্বে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : নিহতরা হল, দাওরা অঞ্চলের মুহাম্মাদ খালেদ নাজ্জার ও মুসা আব্দুল মাজিদ ফানাশাহ এবং আল-খালিলের বাসিন্দা মুহাম্মাদ নিরুখ।

জায়নবাদী ইসরাইলের অভ্যন্তরিন নিরাপত্তা পরিষদ ‘শিনবুত’ দাবী করেছে যে, নিহতরা ছিল আধাসামরিক বাহিনী’র সদস্য এবং তারা হামলার পরিকল্পনায় ছিল।

এ তিন যুবককে হত্যার পর জায়নবাদী ইসরাইলি এ সংস্থা এমন দাবী তুললেও প্রকৃত অর্থে প্রায় প্রতিদিনই পশ্চিম তীরে হামলা চালায় এবং ফিলিস্তিনের সক্রিয় ব্যক্তিত্বদেরকে অপহরণ করে জায়নবাদী সৈন্যরা।

একইভাবে জায়নবাদী সৈন্যরা পশ্চিম তীরে শত শত চেক পয়েন্ট বসিয়ে এ অঞ্চলটি দখল করে নেয়ার পায়তারাও ইতিমধ্যে তারা শুরু করেছে।