‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বৃহস্পতিবার

২ জানুয়ারী ২০১৪

৮:৩০:০০ PM
491941

ইসরাইলি হামলায় ফিলিস্তিনির শাহাদাত: গাজায় বিমান হামলা চলছে

ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলায় একজন ফিলিস্তিনি কিশোর শহীদ হয়েছেন।

বার্তা সংস্থা আবনা : ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলায় একজন ফিলিস্তিনি কিশোর শহীদ হয়েছেন। গাজা উপত্যকায় বৃহস্পতিবার ১৬ বছর বয়সী ওই কিশোরকে গুলি করেছিল ইসরাইলি সেনারা এবং আজ (শুক্রবার) গাজার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার গাজার জাবালিয়া এলাকার সীমান্ত এলাকায় আদনান আবু খাতের নামক ওই ফিলিস্তিনি কিশোরকে বিনা উস্কানিতে গুলি করে দখলদার সেনারা।

এদিকে ইসরাইলী জঙ্গীবিমান অধিকৃত গাজা উপত্যকায় আবারো ব্যাপক বোমাবর্ষণ করেছে। আজ (শুক্রবার) খুব সকালে গাজার কেন্দ্রস্থল এবং উত্তরাঞ্চলসহ মোট চারটি এলাকাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইহুদিবাদী সেনারা। তবে এসব হামলায় তাতক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত রোববার গাজার কেন্দ্রস্থলে ইসরাইলী সেনাদের ট্যাঙ্কের গোলাবর্ষণে দুই আহত হয়েছিলেন। ইহুদীবাদী ইসরাইলী সেনারা দাবি করছে, তারা অবরুদ্ধ গাজা উপত্যকায় আত্মরক্ষার্থে হামলা চালাচ্ছে। কিন্তু নিরস্ত্র ফিলিস্তিনিরা কীভাবে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ইসরাইলিদের জন্য হুমকি সৃষ্টি করে তা নিয়ে পর্যবেক্ষকদের সংশয় রয়েছে।

২০০৭ সালের জুন মাস থেকে গাজা উপত্যাকার ওপর অবরোধ চাপিয়ে রেখেছে ইসরাইল। যার ফলে গাজার প্রায় ১৭ লাখ মানুষ চরম দারিদ্র ও বেকারত্বের মধ্যে মানবেতর জীবনযাপন করছে।