‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : কাতার বার্তা সংস্থা
রবিবার

৫ জানুয়ারী ২০১৪

৮:৩০:০০ PM
493707

পশ্চিম তীর থেকে ৯ ফিলিস্তিনী অপহরণ

জায়নবাদী ইসরাইলি সৈন্যরা পশ্চিম তীর থেকে ৯ জন ফিলিস্তিনীকে অপহরণ করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ফিলিস্তিনী এক সূত্র আজ সোমবার -৬ই জানুয়ারী- জানিয়েছে, দখলদার ইসরাইলী সৈন্যরা আল-খালিল, বেথেলহাম ও নাবলোস শহরে ফিলিস্তিনীদের বাড়ীর উপর ব্যাপক গুলি বর্ষণ করে ৯ জন ফিলিস্তিনীকে তুলে নিয়ে গেছে।

বিভিন্ন বাহানায় প্রতিনিয়তই জায়নবাদী সৈন্যরা পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে ফিলিস্তিনী যুবকদেরকে গ্রেফতার করে নিয়ে যায়।

এদিকে রামুল্লাহ থেকে কাতারের অফিশিয়াল বার্তা সংস্থার প্রতিবেদক জানিয়েছে, ১৯৪৮ সালে দখলকৃত ভূখণ্ডের অন্তর্ভুক্ত উম্মুল ফাহম শহরে একটি ফিলিস্তিনীর বাড়ী ভেঙ্গে দিয়েছে জায়নবাদী সৈন্যরা।

জানিনের উত্তর-পশ্চিমে অবস্থিত উম্মুল ফাহম শহরের আইনুল শা’রাহ এলাকায় জায়নবাদী সৈন্যরা প্রবেশ করে জনৈক ফিলিস্তিনীর বাড়ীতে হামলা চালায়। এ সময় সৈন্যরা ঐ বাড়ীর সকল লোককে জোরপূর্বক বের করে দিয়ে বাড়িটি অবৈধভাবে নির্মিত হওয়ার অভিযোগ তুলে তা ভেঙ্গে দেয়।

উম্মুল ফাহম শহরের শত শত ফিলিস্তিনী জায়নবাদী সৈন্যদেরকে বাধা দিতে আসলেও তারা ঐ বাড়ীটি রক্ষা করতে পারেনি।