‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বৃহস্পতিবার

১৬ জানুয়ারী ২০১৪

৮:৩০:০০ PM
497766

গণহত্যা চলছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মুসলমানদের ওপর

মিয়ানমার ছাড়াও সাম্প্রতিক সময়ে বিশ্বের আরো একটি দেশের মুসলমানরা অমুসলিমদের হাতে গণহত্যার শিকার হচ্ছে, আর দেশটি হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

বার্তা সংস্থা আবনা : মিয়ানমার ছাড়াও সাম্প্রতিক সময়ে বিশ্বের আরো একটি দেশের মুসলমানরা অমুসলিমদের হাতে গণহত্যার শিকার হচ্ছে, আর দেশটি হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

দেশটিতে গণহত্যা আসন্ন- এমন হুঁশিয়ারির প্রেক্ষাপটে জাতিসংঘের একজন কর্মকর্তা জানিয়েছেন খ্রিস্টান সন্ত্রাসীরা দরিদ্র এই দেশটির মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল খ্রিস্টান দাঙ্গাবাজ মুসলমানদেরকে ভেড়ার মত জবাই করছে এবং সম্প্রতি সেখানে ফরাসি সেনা মোতায়েন করা সত্ত্বেও মুসলমানরা নিরাপত্তা পাচ্ছে না।

জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয় সংস্থার কর্মসূচী বাস্তবায়ন বিভাগের কর্মকর্তা জন গিঙ্গ গতকাল (বৃহস্পতিবার) হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দেশটিতে শিগগিরই গণহত্যা ঘটতে যাচ্ছে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ৫ দিনের এক সফরের পর তিনি ওই হুঁশিয়ারি দিয়েছিলেন।

তিনি আরো বলেছেন, দেশটির সংকট অনেক আগেই স্পষ্ট হয়ে গেছে এবং এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। আন্তর্জাতিক সমাজের বহু বছরের উদাসীনতার কারণে এই সংকট সৃষ্টি হয়েছে বলেও জন গিঙ্গ ক্ষোভ প্রকাশ করেন।

তিনি আরো বলেছেন, মুসলিম ও অমুসলিম সম্প্রদায় পরস্পরের সঙ্গে সংঘাতে না জড়ালেও এই দুই সম্প্রদায়ের নাম ভাঙ্গিয়ে বা তাদের প্রতিনিধি সেজে কিছু লোক সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে।