‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

১৯ জানুয়ারী ২০১৪

৮:৩০:০০ PM
498581

জিহাদে ইসলামি মুভমেন্টের শীর্ষস্থানীয় সদস্যের শাহাদাত

গাজায় জায়নবাদী ইসরাইলি বিমান বাহিনী’র রকেট হামলায় জিহাদে ইসলামি মুভমেন্টের শীর্ষ স্থানীয় এক সদস্য শহীদ হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা রিপোর্ট : গাজায় চলমান একটি মোটর সাইকেলকে লক্ষ্য করে জায়নবাদী ইসরাইলের বিমান বাহিনী’র ছোঁড়া রকেটের আঘাতে ফিলিস্তিনের জিহাদে ইসলামি মুভমেন্টের এক সক্রিয় সদস্য শহীদ হয়েছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এ হামলায় আহত অপর ২ ফিলিস্তিনীর একজনের অবস্থা আশংকাজনক। আহতদের একজন ১২ বছরের কিশোর। এদিকে হামলার কথা স্বীকার করেছে জায়নবাদী ইসরাইল।

জায়নবাদী সেনবাহিনী’র ঘোষণার ভিত্তিতে হামলার শিকার ফিলিস্তিনী যোদ্ধা ‘আহমাদ সায়াদ’, ইসরাইলের বিরুদ্ধে চালানো সর্বশেষ হামলায় অংশগ্রহণ করেছিল এবং আগামীতে আরো অধিক হামলার পরিকল্পনা তার ছিল।

জায়নবাদী সেনাবাহিনী সায়াদকে ‘জিহাদে ইসলামি মুভমেন্টে’র একজন শীর্ষস্থানীয় সদস্য বলে আখ্যায়িত করেছে। গাজার অধিবাসীরাও জানিয়েছে, জায়নবাদী ইসরাইলের বিমান হামলায় শহীদ হওয়া ব্যক্তি জিহাদে ইসলামি মুভমেন্টের একজন সদস্য।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা করেছে, গত বৃহস্পতিবার সমুদ্রের সৈকতের কাছাকাছি অবস্থিত ‘আসকালান’ শহরকে উদ্দেশ্যে করে নিক্ষিপ্ত ৫টি রকেট হামলার সাথে জড়িত ছিল সায়াদ। অবশ্য নিক্ষিপ্ত ঐ রকেটগুলো আঘাত হানার পূর্বে আইরন ডোমের মাধ্যমে চিহ্নিত ও ধ্বংস করা হয়।

২০১২ সালের নভেম্বর মাসে গাজার উপর ইসরাইলের হামলা এবং ২০১২ সালের মার্চ মাসের সহিংসতার ঘটনায় বেশ কয়েকবার ইসরাইলের উদ্দেশ্যে রকেট হামলা চালিয়েছিলেন সায়াদ।

ইসরাইলি সেনাবাহিনী’র মুখপাত্র ‘পিটার লরনার’ বলেছেন : ফিলিস্তিনী যোদ্ধাদের জানা উচিত যে, ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও তার বাস্তবায়নের পরিণাম ব্যক্তিকেই ভোগ করতে হবে! তিনি সতর্ক করে দিয়ে বলেন : ফিলিস্তিনী যোদ্ধারা কোন অবস্থাতেই ইসরাইলের হাত থেকে নিরাপদে থাকবে না।

উল্লেখ্য, আজ (গতকাল) ভোরেও জায়নবাদী ইসরাইল গাজার উপর ২ বার বিমান হামলা চালিয়েছে। অবশ্যই এতে কেউ হতাহত হয়নি। গত রোববার রাতে চালানো রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয়।