‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বৃহস্পতিবার

২৩ জানুয়ারী ২০১৪

৮:৩০:০০ PM
499587

গাজায় ইসরাইলি হামলায় গোপনে সহায়তা দেবে আমিরাত

গাজায় হামাসের ওপর ইসরাইলি হামলায় দখলদার এই শক্তিকে সাহায্য-সমর্থনের প্রস্তাব দিয়েছেন আরব আমিরাতের যুবরাজ।

বার্তা সংস্থা আবনা : গাজায় হামাসের ওপর ইসরাইলি হামলায় দখলদার এই শক্তিকে সাহায্য-সমর্থনের প্রস্তাব দিয়েছেন আরব আমিরাতের যুবরাজ।

ইসরাইলের চ্যানেল টু টেলিভিশন এই খবর দিয়েছে।

আরব আমিরাতের যুবরাজ ভ্রাতৃঘাতি এই পদক্ষেপ ও প্রস্তাবের কথা জানানো এবং এ বিষয়ে আলোচনার জন্য গোপনে ইহুদিবাদী ইসরাইলের জ্বালানী মন্ত্রী সিলভান শালোমকে নৈশ ভোজের দাওয়াত দিয়েছেন।

আমিরাতে বসবাসকারী ফিলিস্তিনের ফাতাহ'র সাবেক শীর্ষস্থানীয় নেতা 'মুহাম্মাদ দাহলান'-এর ঘনিষ্ঠ সূত্রগুলো এইসব তথ্য ফাঁস করেছেন। তারা জানিয়েছেন, মুহাম্মাদ দাহলানই প্রথমে এই প্রস্তাব দিয়েছেন আমিরাতের যুবরাজ মুহাম্মাদ বিন জাইদের কাছে এবং তিনিও এই প্রস্তাব লুফে নিয়েছেন কোনো প্রতিবাদ ছাড়াই।

দাহলান গাজায় ফিরে যেতে চাচ্ছেন, আর এ জন্য তিনি ইসরাইলকে দিয়ে রামাল্লা-ভিত্তিক ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের ওপর চাপ সৃষ্টি করতে চান।

আমিরাতের সরকার মিশরের মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানকে বর্জনের পর এখন ফিলিস্তিনের গাজায় হামাস সরকারকে উতখাতের জন্য সক্রিয় হয়ে উঠেছে বলে মধ্যপ্রাচ্যের কোনো কোনা সংবাদ বিশ্লেষক উল্লেখ করেছেন।

ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্বকে অবৈধ বলে ঘোষণাকারী হামাস ফিলিস্তিনের সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলেও বেশ কয়েক বছর ধরে এই সরকার কেবল গাজার ওপরই নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং এ জন্য ইসরাইলও গাজার ১৫ লাখ ফিলিস্তিনিদের ওপর সব ধরনের অমানবিক অবরোধ আরোপ করে রেখেছে।