‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২৪ জানুয়ারী ২০১৪

৮:৩০:০০ PM
500083

ইজ্জুদ্দীন আল-কাসসাম ব্রিগেডের পেজ বন্ধ করে দিল টুইটার কর্তৃপক্ষ

ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস)-এর শাখা সংগঠন ইজ্জুদ্দীন আল-কাসসাম ব্রিগেডের ইংরেজী পেজ বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ ওয়েব সাইট টুইটারের কর্তৃপক্ষ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস)-এর শাখা সংগঠন ইজ্জুদ্দীন আল-কাসসাম ব্রিগেডের ইংরেজী পেজ বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ ওয়েব সাইট টুইটারের কর্তৃপক্ষ।

কুদস টিভি চ্যানেল এ বিষয়ে জানিয়েছে, ইজ্জুদ্দীন ব্রিগেড এ পদক্ষপের প্রতিক্রিয়ায় টুইটার কর্তৃপক্ষকে দখলদার ইসরাইলের সহযোগী এবং দু’মুখো বলে অভিযুক্ত করেছে।

২০০৮ সালে গাজার উপর ইসরাইলের বিমান হামলা ও ফিলিস্তিনী শহীদদের ছবি প্রকাশে বাধা সৃষ্টির লক্ষ্যে ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস)-এর পেজও বন্ধ করে দিয়েছিল টুইটার কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বর্তমানে সামাজিক যোগাযোগের ওয়েব সাইটগুলো রাজনৈতিক টানাপোড়ন বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যমে পরিণত হয়েছে।