‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বুধবার

২৯ জানুয়ারী ২০১৪

৮:৩০:০০ PM
501630

গ্রামটিই ধ্বংস করে দিল ইসরাইলি বাহিনী

ফিলিস্তিনের পশ্চিমতীরের জর্দান উপত্যকার ‘খিরবাত জামাল’ গ্রামটিকে ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

বার্তা সংস্থা আবনা : ফিলিস্তিনের পশ্চিমতীরের জর্দান উপত্যকার ‘খিরবাত জামাল’ গ্রামটিকে ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। আজ (বৃহস্পতিবার) সকালে বুলডোজারের সাহায্যে এ ধ্বংসযজ্ঞ চালানো হয়। এর ফলে অন্তত ১২টি পরিবার শরণার্থীতে পরিণত হয়েছে।

মানবাধিকার কর্মীরা সর্বস্ব হারানো এসব ফিলিস্তিনিকে সাহায্য করার জন্য সেখানে যেতে চাইলেও তাদেরকে অনুমতি দেয়া হচ্ছে না । জর্দান উপত্যকার ৯০ শতাংশই নিয়ন্ত্রণ করছে ইসরাইলি সেনাবাহিনী। ইহুদি বসতি স্থাপনের জন্য ওই গ্রামের সব ঘর-বাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে।

এর আগে গত ৯ জানুয়ারি জর্দান উপত্যকার ‘খিরবেত এইন কারযালিয়া’ গ্রামের ঘর-বাড়ি ধ্বংস করে ইসরাইলি সেনাবাহিনী। সেখানেও বহু ফিলিস্তিনি শরণার্থীতে পরিণত হয়েছে। গত অক্টোবর মাসে ওই উপত্যকারই ‘মাখুল’ গ্রামটি ধ্বংস করে দেয় দখলদার সেনারা।

ইসরাইল ফিলিস্তিনি ঘর-বাড়ি ধ্বংসের সময় অজুহাত হিসেবে বলে থাকে-বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমতি নেই এসব ফিলিস্তিনির। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ইসরাইল ফিলিস্তিনিদেরকে তাদের  নিজ বসতভিটাতেও ঘর নির্মাণের জন্য অনুমতিপত্র দেয় না। এ কারণে তারা অনুমতিপত্র ছাড়াই ঘর-বাড়ি তৈরি করতে বাধ্য হন। ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতেই বাড়ি ও গ্রাম ধ্বংস করা হচ্ছে বলে মানবাধিকার কর্মীরা মন্তব্য করেছেন।