‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বৃহস্পতিবার

৬ ফেব্রুয়ারী ২০১৪

৮:৩০:০০ PM
503707

পশ্চিম তীরের ফিলিস্তিনিদের হত্যার হুমকি দিল দখলদাররা

পশ্চিম তীরের ফিলিস্তিনিদের হত্যা করার হুমকি দিয়েছে অবৈধ ইহুদি বসতির অধিবাসী একদল দখলদার অভিবাসী তথা বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিবাদী মুহাজির।

বার্তা সংস্থা আবনা : পশ্চিম তীরের ফিলিস্তিনিদের হত্যা করার হুমকি দিয়েছে অবৈধ ইহুদি বসতির অধিবাসী একদল দখলদার অভিবাসী তথা বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিবাদী মুহাজির।

তারা পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বের করে দেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

উত্তর রামাল্লায় অবৈধ ইহুদি বসতি 'বেইত ইল'-এর বেশ কিছু ইহুদিবাদী এই মিছিলে অংশ নিয়েছে এবং তারা ফিলিস্তিনিদের হত্যারও হুমকি দিয়েছে।

দখলদার ইহুদিবাদীরা বিক্ষোভ মিছিল নিয়ে বেইত ইল থেকে ইসরাইলি হানাদার সেনাদের একটি ঘাঁটি ও স্বশাসন কর্তৃপক্ষের দপ্তরের দিকে যায় এবং ফিলিস্তিনিদের এ অঞ্চল থেকে বিতাড়িত করার ও তাদের হত্যার দাবি জানিয়ে শ্লোগান দেয়।

এ সময় দখলদার ইসরাইলি সেনা ও পুলিশ তাদের নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত হয় এবং ওই সেনা ঘাঁটির দিকে ফিলিস্তিনিদের গাড়ীগুলোর আসা-যাওয়া বন্ধ করে দেয়।

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের পুলিশ বাহিনীর একটি গাড়িও একই দায়িত্ব পালনে নিয়োজিত হয়।

গত শুক্রবার অবৈধ বেইত ইল বসতি বা উপশহরের সামনে আলজাজুন শরণার্থী শিবিরের শত শত বিক্ষুব্ধ ফিলিস্তিনি যুবকের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষ হয়েছিল। ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ওপর যুদ্ধের গুলি বর্ষণ করলে ত্রিশ জন যুবক গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়।

ফিলিস্তিনি গণ-কমিটিগুলো আগামীকাল (শুক্রবার)দখলদার ইহুদিবাদীদের সন্ত্রাসী ততপরতা ও জবরদখলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে। তারা জাতিসংঘের শরণার্থী সংস্থার নীতির বিরুদ্ধেও প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে।

দখলদার ইসরাইল প্রায় প্রতি দিনই ফিলিস্তিনিদের জমি ও বাড়ি-ঘর দখল করছে এবং তারা ফিলিস্তিনিদের বাড়ি-ঘর আর ক্ষেত-খামার ধ্বংস করে দিয়ে সেখানে অবৈধভাবে বহিরাগত ইহুদিবাদীদের জন্য বাসভবন নির্মাণ করছে।

জাতিসংঘের আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও রামাল্লায় ইহুদিবাদীদের জন্য বসতি নির্মাণ সম্পূর্ণ অবৈধ।