‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : samanews
শুক্রবার

১৪ ফেব্রুয়ারী ২০১৪

৮:৩০:০০ PM
505972

জায়নবাদী সৈন্যদের হামলা ; ৩ ফিলিস্তিনী আহত

গত বুধবার রাতে পশ্চিম তীরের দক্ষিনে অবস্থিত জানিন অঞ্চলের একটি গ্রামে জায়নবাদী সৈন্যদের হামলায় ৩ ফিলিস্তিনী যুবক আহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গত বুধবার রাতে জানিন অঞ্চলের মুসাল্লাসুশ শোহাদা গ্রামে জায়নবাদী সৈন্যরা হামলা চালালে ফিলিস্তিনী যুবকদের সাথে তাদের সংঘর্ষ বাধে এবং যুবকরা সৈন্যদের উদ্দেশ্যে পাথর ছোড়ে। জবাবে জায়নবাদী সৈন্যরা গুলি চালায় এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এ সংঘর্ষে ৩ ফিলিস্তিনী যুবক আহত হয়েছে।

রামাল্লাহ থেকে বার্তা সংস্থা ‘সামা’ জানিয়েছে যে, ইসরাইলি সৈন্যরা পশ্চিম তীর থেকে ৯ জন ফিলিস্তিনীকে গ্রেফতার করেছে।

এদিকে রামাল্লাহ’র পশ্চিমে অবস্থিত নাবী সালেহ গ্রাম থেকে ৫ ফিলিস্তিনী যুবককে গ্রেফতারের সংবাদ পাওয়া গেছে। ফিলিস্তিনের নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী, জায়নবাদী ইসরাইলি সৈন্যরা গতরাতে (বুধবার) আল-খালিল শহরের দক্ষিনে অবস্থিত ‘বাইত আওয়া’ বিকল্প সিটি থেকে ৪ জন ফিলিস্তিনী যুবককে গ্রেফতার করেছে।