‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

২৬ ফেব্রুয়ারী ২০১৪

৮:৩০:০০ PM
509439

আহত ফিলিস্তিনী বন্দীর শাহাদাত

জিহাদের ভাই শারিফ তাভিল গত মঙ্গলবার জানিয়েছেন : জিহাদ (৪৭) গতরাতে বি’রুস সাবা শহরের সুরুকা হাসপাতালে শহীদ হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বি’রুস সাবা অঞ্চলে অবস্থিত জায়নবাদী ইসরাইলী কারাগারে আটক ‘জিহাদ আব্দুর রাহমান আত-তাভিল’ ইসরাইলি সৈন্যদের নির্মম প্রহারে আহত হয়ে শহীদ হয়েছেন। জিহাদের ভাই শারিফ তাভিল গত মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারী) জানিয়েছে যে, জিহাদ (৪৭) বি’রুস সাবা অঞ্চলের সুরুকা হাসপাতালে শহীদ হয়েছে।

শারিফ আরো জানান : ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ী চালানোর অভিযোগে ৩ মাস কারাদণ্ডে দণ্ডিত জিহাদ দুই সপ্তাহ পূর্বে কারারক্ষীদের হাতে ব্যাপকভাবে শারীরীক নির্যাতনের শিকার হয়। কারারক্ষীরা তাকে প্রচন্ড মারধর করার পর তার মুখে বিষাক্ত গ্যাস স্প্রে করে। গুরুতর আহত জিহাদ গত রাত ১২:০০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।

শারিফের সংযোজন : প্রচন্ডভাবে প্রহারের পর জিহাদ বেহুশ হয়ে পড়ে থাকলেও অনেকক্ষণ যাবত তাকে চিকিত্সা সেবা দেয়ার বিষয়ে কোন উদ্যোগ নেয়া হয়নি। অতঃপর তার অবস্থা গুরুতর হলে তাকে সুরুকা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে থাকাকালীন পুরোটা সময়ই সে সংজ্ঞাহীন ছিল।

দখলকৃত কুদসের ‘রাসুল আমুদ’ অঞ্চলের বাসিন্দা শহীদ জিহাদ আব্দুর রাহমান আত-তাভিল ৫ সন্তানের জনক।

ফিলিস্তিনী বন্দীরা জানিয়েছেন : ইসরাইলি কারা কর্তৃপক্ষ গবেষণার কাজে ব্যবহৃত ইঁদুরের ন্যায় বন্দীদের সাথে আচরণ করে।

আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অসুস্থ ফিলিস্তিনী বন্দীরা জানিয়েছে : ইসরাইলের কারাগার বিষয়ক অধিদপ্তর তাদের চিকিত্সা খাতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরিক্ষা অসুস্থ বন্দীদের উপরই চালায়।

বর্তমানে ২২ জন অসুস্থ ফিলিস্তিনী বন্দী ইসরাইলি কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে মৃত্যুর মুখে পতিত। বন্দীরা কারা অভ্যন্তর থেকে তাদের পরিবারের উদ্দেশ্যে লিখেছে যেন তাদের পরিবার নিজেদের বন্দীদের মৃত্যু সংবাদের জন্য প্রস্তুত করে।

অসুস্থ এ সব বন্দীদের পরিবার বন্দীদের বার্তাকে বিশ্ববাসীর কানে পৌঁছে দেয়ার জন্য অনশন বসেছে। অসুস্থ বন্দীদেরকে বেসামরিক হাসপাতালে স্থানান্তরিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছে অসহায় ঐ পরিবারগুলো।