‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১১ মার্চ ২০১৪

৮:৩০:০০ PM
513346

জায়নবাদী ইসরাইলী বিমান হামলায় ৩ ফিলিস্তিনী যোদ্ধার শাহাদাত

গতকাল গাজার উপর জায়নবাদী ইসরাইলের বিমান হামলায় শহীদ হয়েছেন ৩ ফিলিস্তিনী যোদ্ধা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : জিহাদে ইসলামি গ্রুপ জানিয়েছে, গাজার উপর জায়নবাদী ইসরাইলের বিমান হামলায় ৩ ফিলিস্তিনী যোদ্ধা শহীদ হয়েছে।

গাজা থেকে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে : ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলী সৈন্যদের উদ্দেশ্যে মোর্টার শেল নিক্ষেপকারী জিহাদে ইসলামি গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে বিমান হামলা চালানো হয় এবং বিমান হামলা লক্ষ্যভ্রষ্ট না হওয়ার বিষয়টি সত্যায়িত করেছে তারা।

এদিকে জিহাদে ইসলামি গ্রুপ জানিয়েছে যে, গাজায় প্রবেশকারী সৈন্যদের উপর হামলা চালিয়েছিল গ্রুপের সদস্যরা।

এরপূর্বে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছিল যে, গাজা সীমান্তে ইসরাইলি এক পাইলট বিহীন বিমান (ড্রোন) ভূপাতিত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী’র বিবৃতি ভিত্তিতে যান্ত্রিক ত্রুটির কারণে ঐ ড্রোনটি বিধ্বস্ত হয়।

উল্লেখ্য, ইসরাইল ২০০৫ সালে গাজা থেকে সৈন্য প্রত্যাহার করে নিলেও সমুদ্র ও আকাশ উভয় দিক থেকে অবরুদ্ধ করে রেখে এ এলাকাকে। পাশাপাশি স্থল সীমান্ত দিয়ে আগত পন্যসমূহের উপর আরোপ করে রেখেছে বিভিন্ন নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা।