‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
শুক্রবার

১৪ মার্চ ২০১৪

৮:৩০:০০ PM
513928

গাজায় ফের ইসরাইলি হামলা; জবাবে আরো ৬ রকেট নিক্ষেপ

বার্তা সংস্থা আবনা : ফিলিস্তিনের গাজা ও দখলদার ইসরাইলের মধ্যে গতকাল (বৃহস্পতিবার) যুদ্ধ-বিরতি ঘোষণার এক ঘণ্টা পর ইহুদিবাদী জঙ্গি বিমানগুলো গাজার নানা এলাকায় বোমা বর্ষণ করেছে।

ইসরাইলি জঙ্গি বিমানগুলো গতরাতে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কুসসাম ব্রিগেডের একটি কেন্দ্র ও স্বশাসন কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত জাতীয় নিরাপত্তা বিভাগের একটি স্থাপনায় হামলা চালায়। 

হামাস এইসব হামলার পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুদ্ধ-বিরতি ঘোষণার পরও গতকাল থেকে এ পর্যন্ত গাজার ৬টি রকেট ইসরাইলে নিক্ষিপ্ত হয়েছে। আজ স্থানীয় সময় সকাল ১১টা ৪৭ মিনিটে একটি রকেট ইসরাইলে আঘাত হানে বলে ইসরাইলের সামরিক মুখপাত্র জানান।

ইসরাইলি জঙ্গি বিমান দক্ষিণ গাজায় চারটি অবস্থানে ও উত্তর গাজায় ৩টি অবস্থানে হামলা চালিয়েছে বলে ওই মুখপাত্র জানিয়েছেন।

হামাসের মুখপাত্র সামি আবু জুহরি গতকাল বিকেলে গাজার সাম্প্রতিক উত্তেজনার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করে বলেছেন, ইসরাইলের হুমকিগুলো মূল্যহীন।

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর নানা কমিটির মুখপাত্র আবু মুজাহিদ বলেছেন, ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসী তত্পরতাগুলো এতটা বেড়েছে যে, আর নীরব থাকা সম্ভব নয়। তিনি বলেন, ইসরাইলই এই সংঘাত শুরু করেছে এবং এর পরিণতিও তাকেই বহন করতে হবে।

ইসরাইল ও ফিলিস্তিনের গাজার মধ্যে যুদ্ধ-বিরতি ঘোষণার পরও গত দুই বছরে প্রায় দেড় হাজার বার যুদ্ধ-বিরতি লঙ্ঘন করেছে ইসরাইল।

ফিলিস্তিনের ইসলামী জিহাদের নেতা রামাজান আবদুল্লাহ ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গোটা ফিলিস্তিনকে ইসরাইলের দখল থেকে মুক্ত করার সময় এসেছে এবং গোটা ফিলিস্তিন থেকে ইসরাইলি দখলদারদের এমনভাবে বিতাড়িত করা হবে যে এরপর তাদেরকে বিশ্বের অন্য কোনো অঞ্চলে যেতে হবে। 

এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান গাজায় ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসী তত্পরতার তীব্র নিন্দা জানিয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনি জাতির অধিকার রক্ষা করা মানবিক, ধর্মীয় ও আন্তর্জাতিক দায়িত্ব এবং প্রতিরোধ আন্দোলনগুলো তেলআবিবের আগ্রাসনের মোকাবেলায় নীরব থাকবে না। 

তিনি অবৈধ রাষ্ট্র ইসরাইলের অপরাধযজ্ঞের মোকাবেলায় স্পষ্ট ও জোরালো অবস্থান নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।