‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : abna
শনিবার

১৫ মার্চ ২০১৪

৮:৩০:০০ PM
514260

গাজার উপর ইসরাইলি হামলার নিন্দায় হিজবুল্লাহ

গাজার নিরীহ জনগণের উপর জায়নবাদী ইসরাইলের হামলার ঘটনায় হিজবুল্লাহ বাহিনী কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইলের এ ঘৃণ্য পদক্ষেপের নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি গাজার উপর হামলার বিষয়ে আন্তর্জাতিক সমাজের রহস্যজনক নিরবতার তীব্র সমালোচনা করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লেবাননের হিজবুল্লাহ বাহিনী এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক সমাজ, আরব দেশসমূহ, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের নিরবতার বলে জায়নবাদী ইসরাইল গাজার উপর হামলা চালিয়ে যাচ্ছে। তারা চায় অবরোধকে আরো তীব্রতর করতে এবং ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদেরকে নির্মূল করতে।

এ বিবৃতিতে আরো বলা হয়েছে, গত দুই বছরে জায়নবাদীরা ১৬০০ বার গাজার উপর হামলা চালিয়েছে। এ কারণেই নিরবতা ভাঙ্গতে বাধ্য হয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা। তারা জায়নবাদীদের উদ্দেশ্যে এ বার্তা ছুঁড়ে দিচ্ছে, ‘ইসলামি প্রতিরোধ আন্দোলন যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে, আত্মসমার্পন করেনি যে, জায়নবাদী ইসরাইল যা ইচ্ছা তাই করতে পারবে’।

হিজবুল্লাহর ঐ বিবৃতিতে আরো বলা হয়েছে : যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় জায়নবাদী ইসরাইল গাজায় হামলার মাধ্যমে ফিলিস্তিনের জনগণের উপর নিজের শত্রুতার প্রকাশ ঘটাচ্ছে।