‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
শনিবার

১৯ এপ্রিল ২০১৪

২:১৫:০৪ AM
603332

ফিলিস্তিনী যোদ্ধার গুলিতে ইসরাইলের শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত

আল-খালিলের পশ্চিমে অবস্থিত তারকুমিয়া অঞ্চলে একটি চেকপোস্টের নিকটে ইসরাইলের এক শীর্ষস্থানীয় নেতাকে বহনকারী একটি গাড়ীতে ফিলিস্তিনী যোদ্ধার হামলায় ইসরাইলি নিরপত্তা বাহিনীর শীর্ষস্থানীয় এক কর্মকর্তা নিহত এবং অপর ৪ জন আহত হয়েছে। আহতদের ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

আহলুল বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইসরাইলের সেন্সর বিভাগ ফিলিস্তিনী যোদ্ধার গুলিতে নিহত নিরাপত্তা বাহিনী’র ঐ কর্মকর্তার পরিচয় ফাঁস করার অনুমতি দিয়েছে। 
গত বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) দখলকৃত বাইতুল মোকাদ্দাসের পশ্চিমে অবস্থিত ‘মাওদিয়ীন’ বিকল্প সিটির বাসিন্দা ও জায়নবাদী ইসরাইলের গোয়েন্দা বিভাগের ফোনালাপে আড়িপাতা সংক্রান্ত অধিদপ্তরের প্রধান নিহত হয়েছেন।
সংবাদ বিষয়ক ওয়েব সাইট সুরিয়া আল-আন এক রিপোর্টে লিখেছে : গণমাধ্যমে প্রকাশিত তথ্যের মাধ্যমে জানা গেছে যে, লেবানন ও সিরিয়ার ফোনালাপে আড়িপাতা বিষয়ক বিভাগের প্রধান ছিলেন তিনি। জায়নবাদী ইসরাইল সরকারের আইটি বিভাগেও কর্মরত ছিলেন তিনি। যা এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশের রেডিও, টেলিফোনালাপ এবং ই-মেইলের উপর নজরদারীর বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে বিবেচিত। এ বিভাগটি দখলকৃত দক্ষিন ফিলিস্তিনের আন-নাকব অঞ্চলে অবস্থিত।
পশ্চিম তীরের আল-খালিল অঞ্চলের পশ্চিমে অবস্থিত তারকুমিয়া এলাকার একটি চেকপোষ্টের কাছে জায়নবাদী ঐ কর্মকর্তাকে বহনকারী গাড়ীর উপর জনৈক ফিলিস্তিনী যোদ্ধার চালানো হামলায় ‘বুরুখ মাযরাহী’ (৪৭) নিহত হন।
দখলদার ইসরাইলি কর্মকর্তারা এ অভিযান ও হত্যাকাণ্ডকে পেশাদার বলে আখ্যায়িত করেছেন। কারণ মারযাহী ইসরাইলের প্রধানমন্ত্রী ও সামরিক বাহিনী প্রধানের ন্যায় শীর্ষস্থানীয় নেতাদের মত বিশেষ গার্ড নিয়ে চলাফেরা করতেন।