‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
রবিবার

২০ এপ্রিল ২০১৪

৬:৫৩:৫২ AM
603608

লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ক্ষোভ: ইসরাইলকে সাহায্য দেয়ার প্রতিবাদ

লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ফিলিস্তিনের সমর্থক মানবাধিকার কর্মীরা বিক্ষোভ করেছেন। ইহুদিবাদী ইসরাইলকে আর্থিক সমর্থন দেয়ার প্রতিবাদে মঙ্গলবার (১৫ই এপ্রিল) মার্কিন কর দিবসে এ বিক্ষোভ করেন তারা।

বার্তা সংস্থা আবনা : লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ফিলিস্তিনের সমর্থক মানবাধিকার কর্মীরা বিক্ষোভ করেছেন। ইহুদিবাদী ইসরাইলকে আর্থিক সমর্থন দেয়ার প্রতিবাদে মঙ্গলবার (১৫ই এপ্রিল) মার্কিন কর দিবসে এ বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভকারীর বলেন, ইহুদিবাদী ইসরাইলকে আর্থিক ও সামরিক সহায়তা দেয়ার নামে প্রতিবছর চারশ’ থেকে পাঁচশ’ কোটি ডলারের যোগান দেয় ওয়াশিংটন। মার্কিন করদাতাদের অজান্তেই তাদের দেয়া কর থেকে এ অর্থের যোগান দেয়া হয় বলে জানান প্রতিবাদকারীরা।
বিক্ষোভকারীরা আরো বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তেল আবিব বিরোধী প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করে অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব টিকিয়ে রাখছে আমেরিকা। বিক্ষোভকারীরা যে সব প্ল্যাকার্ড বহন করেন তাতে লেখা ছিল, ‘আমেরিকা, গাজা-গণহত্যায় তহবিল যোগান বন্ধ করো!’ ‘দৈনিক ৯৮ লাখ ডলার অনুদান দিয়ে কী কেনা হচ্ছে?’ ‘ইসরাইল প্রতি তিন দিনে একটি শিশু হত্যা করে’ এবং ‘গাজা অবরোধ বন্ধ করো!’ ইত্যাদি।
ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে পূর্ব আল-কুদস (জেরুজালেম), গাজা উপত্যকা এবং জর্দান নদীর পশ্চিম তীর দখল করে নেয়। অবশ্য গাজা উপত্যকা থেকে ২০০৫ সালে সরে গেলেও সেখানে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। সেইসঙ্গে ২০০৭ সাল ১৭ লাখ ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যকা থেকে অবরোধ করে রেখেছে ইহুদিবাদী সরকার।
সূত্র : আইআরআইবি