‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
সোমবার

৫ মে ২০১৪

৪:২৯:৪৬ AM
606570

ইসরাইলি হামলার আশংকা: আগেই ফসল কাটছে ফিলিস্তিনিরা

ইহুদিবাদী ইসরাইলের সামরিক হামলার আশংকায় ফিলিস্তিনের গাজা উপত্যকার কৃষকরা আগেভাগেই ফসল কাটা শুরু করেছেন।

বার্তা সংস্থা আবনা : ইহুদিবাদী ইসরাইলের সামরিক হামলার আশংকায় ফিলিস্তিনের গাজা উপত্যকার কৃষকরা আগেভাগেই ফসল কাটা শুরু করেছেন।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, বিশেষ করে ক্ষেতের গম পরিপূর্ণভাবে পাকার আগেই তা কেটে নিচ্ছেন কৃষকরা। তারা আশংকা করছেন, ফসলের  ক্ষেত লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইল হামলা চালাতে পারে।
আন্তর্জাতিক অনেক মানবাধিকার কর্মী গাজার কৃষকদের সঙ্গে মাঠে উপস্থিত থাকছেন তাদের জীবন রক্ষার জন্য। ফিলিস্তিনি কৃষকরা বলছেন, “আগেভাগে ফসল তুললে তাতে ফলন কম হবে তবে একদম না পাওয়ার চেয়ে কিছু পাওয়াই ভালো।”
গাজার কৃষকরা জানান, গত বছর ফসল তোলার ব্যস্ত মৌসুমে ইহুদিবাদী ইসরাইলি সেনারা তাদের বেশিরভাগ ফসলের ক্ষেত আগুনে জ্বালিয়ে দিয়েছিল। সে সময় ইসরাইলি সেনারা রাতে ও সকালে বিনা কারণে ক্ষেত লক্ষ্য করে গুলি চালাতো।
গত কয়েক বছর ধরে গাজার কৃষকরা জলপাই গাছের পরিবর্তে গম চাষ করতে বাধ্য হচ্ছেন। কার‍ণ কয়েক বছর ধরে ইহুদিবাদী সেনারা বুলডোজার চালিয়ে জলপাই গাছ নষ্ট করে দিচ্ছে। এ বছরও অবৈধ ইহুদিবাদী বসবাসকারী ও সেনারা বহু জলপাই গাছ কেটে দিয়েছে।
সূত্র : আইআরআইবি