‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
বুধবার

১৪ মে ২০১৪

৮:৩২:০১ AM
608476

অন্তর্বর্তী সরকার গঠনে হামাস-ফাতাহ’র আলোচনা শুরু

ঐকমত্যের ভিত্তিতে ফিলিস্তিনের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ফাতাহ আলোচনা শুরু করেছে।

বার্তা সংস্থা আবনা : ঐকমত্যের ভিত্তিতে ফিলিস্তিনের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ফাতাহ আলোচনা শুরু করেছে।
গতকাল (মঙ্গলবার) শেষ বেলায় দু দলের শীর্ষ পর্যায়ের নেতারা অবরুদ্ধ গাজা উপত্যকায় এ আলোচনা শুরু করেন।
খবরে বলা হচ্ছে- স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস তার দলের প্রতিনিধিদেরকে হামাসের সঙ্গে সরকার গঠনের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছার নির্দেশ দিয়েছেন।
গতকাল দিনের প্রথমভাগে হামাসের অন্যতম মুখপাত্র সালাহ আল-বারদাভিল জানিয়েছিলেন, পশ্চিম তীর থেকে ফাতাহ’র শীর্ষ নেতা আজম আল-আহমাদ সন্ধ্যার দিকে গাজা এসে পৌঁছাবেন এবং তিনি হামাসের নেতাদের সঙ্গে ঐক্য সরকার গঠনের বিষয়ে আলোচনা করবেন।
এরইমধ্যে হামাস ও ফাতাহ আন্দোলন মন্ত্রসিভা গঠনের জন্য নিজ নিজ পক্ষে দুটি নামের তালিকা বিনিময় করেছে।
গত ২৩ এপ্রিল হামাস ও ফাতাহ আন্দোলন তাদের মধ্যকার মতভেদ মিটিয়ে নতুন করে ঐক্য সরকার গঠনে রাজি হয়। এ চুক্তির আওতায় পাঁচ সপ্তাহের মধ্যে দু দল একটি ঐক্য সরকার গঠন এবং চুক্তির ছয় মাসের মধ্যে সাধারণ নির্বাচনের আয়োজন করবে।#
(সূত্র : আইআরআইবি)