‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
বৃহস্পতিবার

২২ মে ২০১৪

২:৩৬:৪৬ PM
610578

মিশর নির্বাচন: ৯৪ ভাগ প্রবাসী ভোট পেলেন জেনারেল সিসি

মিশরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে শতকরা ৯৪ ভাগ প্রবাসী ভোট পেয়েছেন সেনাপ্রধান ও অন্যতম প্রার্থী জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি।

বার্তা সংস্থা আবনা : মিশরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে শতকরা ৯৪ ভাগ প্রবাসী ভোট পেয়েছেন সেনাপ্রধান ও অন্যতম প্রার্থী জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি।
গতকাল মিশরের সুপ্রিম প্রেসিডেন্সিয়াল ইলেকশন কমিশন নিশ্চিত করেছে যে, নির্বাচনে জেনারেল সিসি প্রবাসীদের বেশিরভাগ ভোট পেয়েছেন। নির্বাচনে বামপন্থি রাজনীতিক হামদিন আস-সাবাহি হচ্ছেন জেনারেল সিসির প্রধান প্রতিদ্বন্দ্বী।
কমিশন বলেছে, তিন লাখ প্রবাসী মিশরীয় ভোট দিয়েছেন। আগে নিবন্ধন করা ছাড়াই প্রবাসীদের ভোট দিতে সুযোগ দেয়া হয়েছে।
আগামী ২৬ ও ২৭ মে মিশরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছরের জুলাই মাসে জেনারেল সিসির নেতৃত্বে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়। তারপর দেশটিতে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচন বয়কট করেছে প্রধান ও সবচেয়ে পুরনো রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিন।#
(সূত্র : আইআরআইবি)