‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
সোমবার

২৬ মে ২০১৪

৬:৩৪:০৩ AM
611413

মহানবী (স.) গ্রান্ড প্রাইজ ফেস্টিভ্যালের সংবাদ ;

হযরত মুহাম্মাদ (স.) ছিলেন মানবতার জন্য এক ঐশী উপহার : কানাডীয় চিন্তাবিদ

কানাডীয় চিন্তাবিদ বলেছেন : মহানবি হযরত মুহাম্মাদ (স.) এর জীবন চরিত নিয়ে যদি আমরা চিন্তা করি তবে আমাদের সামনে স্পষ্ট হবে যে, তিনি ছিলেন মানব জাতির জন্য ঐশী এক উপহার।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরানের রাজধানী তেহরানের হোটেল লালেহ’তে অনুষ্ঠেয় মহানবী (স.) শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে (গতকাল) কানাডীয় চিন্তাবিদ ড. হায়দারি বলেন : হযরত মুহাম্মাদ (স.) উত্তম বর্ণনার মাধ্যমে মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। আর এটা ছিল একটি মুজিযা ও অলৌকিক বিষয় যে, তিনি কোনরূপ পড়ালেখা ছাড়াই এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পেরেছিলেন। মহানবি (স.) নিরক্ষর থাকা সত্ত্বেও ইলমি কোন বিষয়ে কোন সমস্যার সম্মুখীন হয়েছিলেন এমন কোন নজির আমরা ইতিহাসের কোথাও পাই না।
তিনি বলেন : হযরত মুহাম্মাদ (স.) কে একজন ঐশী ব্যক্তিত্ব হিসেবে তাঁর প্রতি সম্মান জানাতে আমরা এখান সমবেত হয়েছি।
মহানবি হযরত মুহাম্মাদ (স.) এর জীবন চরিত নিয়ে যদি আমরা চিন্তা করি তবে আমাদের সামনে স্পষ্ট হবে যে, তিনি ছিলেন মানব জাতির জন্য ঐশী এক উপহার –এ কথা উল্লেখ করে কানাডীয় এ চিন্তাবিদ বলেন : যে প্রবন্ধ আমি পেশ করেছি তাতে এ বিষয়ে সূক্ষ্ম পর্যালোচনা করা হয়েছে।#