‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
বুধবার

২৮ মে ২০১৪

৩:১৫:২৩ AM
611779

১১ মুসলমানকে হত্যা করেছে এন্টি বলাকা সন্ত্রাসীরা

এন্টি বালাকা সশস্ত্র বিদ্রোহীরা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইসহ অপর কয়েকটি শহরের ১১ জন মুসলমানকে হত্যা করেছে। হত্যার পর হতভাগ্য ঐ মুসলমানদের লাশ কেটে নৃশংসভাবে টুকরো টুকরো করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : এন্টি বালাকা সশস্ত্র বিদ্রোহী সন্ত্রাসীরা সম্প্রতি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইসহ অপর কয়েকটি শহরের ১১ জন মুসলমানকে হত্যা করেছে। হতভাগ্য ঐ সকল মুসলমানের লাশ নৃশংসভাবে কেটে টুকরো টুকরো করা হয়েছে।
শরণার্থী বিষয়ক হাই কমিশন জানিয়েছে : গত এক মাসে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ত্যাগ করে পিতা-মাতার সাথে ক্যামেরুনে আশ্রয় নেয়া শিশুদের মধ্যে ২৯ শিশু প্রচণ্ড গরম, তৃষ্ঞা ও ক্লান্তিতে প্রাণ হারিয়েছে।
বিগত চার মাস ধরে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মুসলমানরা এদেশের এন্টি বালাকা সন্ত্রাসীদের সহিংসতা থেকে বাঁচতে ক্যামেরুনের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। এ নাগাদ ১ লক্ষ ১০ হাজার মুসলমান ক্যামেরুনের প্রায় ৩০০ গ্রামে আশ্রয় নিয়েছে।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মুসলিম সোসাইটির মুখপাত্র জানিয়েছেন : ফ্রান্সের গ্রিন সিগন্যালে এ সহিংসতা অব্যাহত রেখেছে এন্টি বালাকা। আর এ ক্ষেত্রে স্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মুখে কুলুপ এটেছে আন্তর্জাতিক সংস্থাসমূহ।
উগ্রতাবাদী সশস্ত্র সন্ত্রাসী বাহিনী এন্টি বালাকা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পর এদেশের মুসলিম জনগণের উপর এ সহিংসতা শুরু করে।
এ পর্যন্ত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সহিংসতায় ২ হাজারেরও বেশি মুসলমান প্রাণ হারিয়েছে। আফ্রিকা ও ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী এবং ফরাসি বাহিনী বর্তমানে দেশটিতে অবস্থান করা সত্ত্বেও ৪৫ লাখ জনসংখ্যার এ দেশটির ১০ লক্ষাধিক মুসলমান এ দেশ ত্যাগ করে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশসমূহে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
নাইজেরিয়া থেকে প্রাপ্ত সর্বশেষ সংবাদ : নাইজেরিয়া সামরিক বাহিনী উগ্রতাবাদী বোকো হারামের ঘাঁটি ও অপহৃত ছাত্রীদেরকে আটকে রাখার স্থানের সন্ধান পেয়েছে। কিন্তু ছাত্রীদের জীবনের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বর্তমানে ছাত্রীদের মুক্ত করার অভিযান চালানো সম্ভব নয় বলে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।