‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
বৃহস্পতিবার

২৯ মে ২০১৪

৬:১২:২০ PM
612220

সোমালি জলদস্যুদের তেল ট্যাংকার আটক করেছে ইরান

সোমালি জলদস্যুদের একটি চোরাই তেল ট্যাংকার আটক করেছে ইরান। ইরানের ইসলামি রেভ্যুলুশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌশাখা বুধবার পাঁচ লাখ লিটার ডিজেলসহ পারস্য উপসাগর থেকে ট্যাংকারটি আটক করে।

বার্তা সংস্থা আবনা : সোমালি জলদস্যুদের একটি চোরাই তেল ট্যাংকার আটক করেছে ইরান। ইরানের ইসলামি রেভ্যুলুশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌশাখা বুধবার পাঁচ লাখ লিটার ডিজেলসহ পারস্য উপসাগর থেকে ট্যাংকারটি আটক করে।
সোমালিয়ার জলদস্যুরা পারস্য উপসাগরীয় একটি আরব দেশে এ ডিজেল বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। এসব ডিজেল সাগরের ছোট ছোট জাহাজ থেকে অস্ত্রের মুখে তুলে নিয়েছিল জলদস্যুরা।
ইরানের পারস্য উপসাগরীয় দ্বীপ কেশম থেকে ১৮ মাইল দূরে আইআরজিসি’র টহল জাহাজ জলদস্যুদের তেল ট্যাংকারটি আটক করে। আটকের সময় ট্যাংকারটি হরমুজ প্রণালি দিয়ে একটি আরব দেশে যাচ্ছিল। হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়।
ট্যাংকার আটকের পাশাপাশি এটির আরোহী ১৩ জন সোমালিয় জলদস্যুকেও আটক করেছে ইরান। আইআরজিসি এসব ডাকাতকে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে।#
(সূত্র : আইআরআইবি)