‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
রবিবার

১ জুন ২০১৪

৮:৫৮:৪৭ AM
612734

বোকো হারাম সন্ত্রাসীদের হামলায় মুসলিম গভর্নর নিহত

ধর্মীয় এক কর্মকর্তার জানাযার অনুষ্ঠান শেষে ফেরার পথে বোকো হারাম সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ‘গাওযা’ অঞ্চলের মুসলিম গভর্নর।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা : নাইজেরিয়ার ‘বুর্নো’ প্রদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তা ‘বাবা আহমাদ জাদ্দাহ’ জানিয়েছেন, গতকাল শুক্রবার (৩১শে মে) নাইজেরিয়ার উত্তর-পূর্বে অবস্থিত ‘গাওযা’ অঞ্চলের মুসলিম গভর্নর ‘ইদ্রিসা তাইমাতা’কে হত্যা করেছে সালাফিপন্থী বোকো হারাম সন্ত্রাসীরা। ধর্মীয় এক কর্মকর্তার জানাযার অনুষ্ঠান শেষে ফেরার পথে বোকো হারাম সন্ত্রাসীদের হামলার শিকার হন মুসলিম এ গভর্নর। প্রতিবেদনে বলা হয়েছে, ইদ্রিসা তাইমাতা’র সাথে থাকা অপর দুই ব্যক্তি এ হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন।
উল্লেখ্য, বোকো হারাম সন্ত্রাসীরা বিগত মাসগুলোতে নাইজেরিয়ার জনগণ ও এদেশের কর্মকর্তাদের উপর হামলা বৃদ্ধি করেছে। কিছুদিন আগে তারা ২১৩ জন স্কুল ছাত্রীকে অপহরণ করে তাদের মুক্তির বিনিময়ে নাইজেরিয়া কারাগারে থাকা তাদের বেশ কয়েকজন কর্মকর্তার মুক্তির দাবীতে সরকারের উপর চাপ সৃষ্টি করছে।#