‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
শুক্রবার

৬ জুন ২০১৪

৭:১৫:২১ PM
614045

১ বছরে বোকো হারামের হাতে নিহত ৩,০০০’র বেশি: রিপোর্ট

নাইজেরিয়ায় গত এক বছরে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন বোকো হারামের হাতে নিহত হয়েছে ৩,০০০-এর বেশি মানুষ। গত বছরের মে মাস থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এসব মানুষ নিহত হয়েছে।

আবনা : নাইজেরিয়ায় গত এক বছরে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন বোকো হারামের হাতে নিহত হয়েছে ৩,০০০-এর বেশি মানুষ। গত বছরের মে মাস থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এসব মানুষ নিহত হয়েছে।
নরওয়ে উদ্বাস্তু পরিষদ পরিচালিত ‘দ্যা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার বা আইডিএমসি’র এক রিপোর্টে এ তথ্য দেয়া হয়েছে। সংস্থাটি বলেছে, গত মে মাসে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণার আগ পর্যন্ত এসব হত্যাকাণ্ড হয়েছে।
আইডিএমসি বলেছে, ওই সময়ে অন্তত আড়াই লাখ মানুষ ঘর-বাড়ি ছাড়া হয়েছে। এছাড়া, বোকো হারাম ও কয়েকটি উগ্রবাদী সংগঠনের তৎপরতার কারণে এ পর্যন্ত উদ্বাস্ত হয়েছে ৩৩ লাখ মানুষ। নরওয়েভিত্তিক এ সংস্থাটি আরো বলেছে, সন্ত্রাস-বিরোধী অভিযান ও রাষ্ট্রীয় জরুরি অবস্থা বলবৎ থাকার পরও তাকফিরি সন্ত্রাসীরা তাদের হামলা জোরদার করেছে। এছাড়া, দিন দিন পুরো পশ্চিম আফ্রিকা ঝুঁকির মুখে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে আইডিএমসি।# (আইআরআইবি)