‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
সোমবার

১৬ জুন ২০১৪

১:২২:৪৮ AM
616376

চূড়ান্ত পরমাণু চুক্তির জন্য প্রস্তত ইরান: রুহানির ঘোষণা

আন্তর্জাতিক নিয়মনীতির ভিত্তিতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে চূড়ান্ত পরমাণু চুক্তির জন্য প্রস্তত ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

আবনা : আন্তর্জাতিক নিয়মনীতির ভিত্তিতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে চূড়ান্ত পরমাণু চুক্তির জন্য প্রস্তত ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞা অব্যাহত রাখা পশ্চিমাদের পক্ষে সম্ভব নয় এবং পশ্চিমা কোম্পানিগুলো ইরানের সঙ্গে সহযোগিতার জন্য আলোচনা ও চুক্তি করছে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী মেইতে এনকোনা মাশাবানের সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলো নানা সমস্যায় ভুগছে।
বৈঠকে তিনি দক্ষিণ আফ্রিকা ও ইরানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো বাড়ানোর অনেক সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও সহিংসতা উন্নয়নশীল দেশগুলোর জন্য সবচেয়ে বড় বাধা বলেও মন্তব্য করেন ড. রুহানি।
বৈঠকে দক্ষিণ আফ্রিকার মন্ত্রী পরমাণু ইস্যুতে ইরানের ওপর পশ্চিমা অন্যায় নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেন, এ কারণে পুরো আফ্রিকা অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরমাণু আলোচনায় তিনি ইরানের প্রতি তার দেশের সমর্থন ব্যক্ত করেন।#আইআরআইবি