‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
শুক্রবার

২৭ জুন ২০১৪

৫:০২:২৬ AM
619309

নাইজেরিয়ার রাজধানী আবুজায় বোমা হামলা: নিহত ২১ আহত ৫২

নাইজেরিয়ার রাজধানী আবুজার একটি ব্যস্ত শপিং মলে শক্তিশালী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত ও অপর ৫২ জন আহত হয়েছে। আবুজার উসে এলাকার জনপ্রিয় বানেক্স প্লাজা শপিং কমপ্লেক্সের কাছে বুধবার বিকেলে এ বিস্ফোরণ ঘটে।

আবনা : নাইজেরিয়ার রাজধানী আবুজার একটি ব্যস্ত শপিং মলে শক্তিশালী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত ও অপর ৫২ জন আহত হয়েছে। আবুজার উসে এলাকার জনপ্রিয় বানেক্স প্লাজা শপিং কমপ্লেক্সের কাছে বুধবার বিকেলে এ বিস্ফোরণ ঘটে।
কয়েক মাইল দূর থেকে এ বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশ ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করলেও কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করে নি। তবে এর আগে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম আবুজাসহ নাইজেরিয়ার বিভিন্ন স্থানে এ ধরনের পাশবিক হামলা চালিয়েছে।
বিস্ফোরণের সময় ঘটনাস্থলে দোকানদার ও ক্রেতাদের ব্যাপক ভিড় ছিল। বিস্ফোরণের প্রচণ্ডতায় শপিং কমপ্লেক্সের বাইরে পার্ক করা বহু গাড়ি ধ্বংস এবং অনেক ভবনের জানালার কাচ ভেঙে গেছে।
গত এপ্রিলে রাজধানীর উপকণ্ঠে একটি বাস স্টপেজে ভয়াবহ বোমা হামলায় ৭০ জন নিহত হয় এবং বোকো হারাম ওই হামলার দায়িত্ব স্বীকার করে। মে মাসে ওই একই এলাকায় আরেকটি বোমা হামলা চালানোর দায় মেনে নেয় বোকো হারাম। সে হামলায় অন্তত ১৯ জন নিহত ও ৬০ জন আহত হয়।#আইআরআইবি