‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
শুক্রবার

২৭ জুন ২০১৪

৫:০৬:৪২ AM
619310

পশ্চিম তীরে ইসরাইলি নৃশংসতা চলছেই: শহীদ হলেন আরেক ফিলিস্তিনি

ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় আরও এক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। অবৈধ বসতি স্থাপনকারী তিন কিশোরকে উদ্ধারের অজুহাতে অভিযান চালানোর সময় তাকে হত্যা করা হয়।

আবনা : ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় আরও এক  ফিলিস্তিনি শহীদ হয়েছেন। অবৈধ বসতি স্থাপনকারী তিন কিশোরকে উদ্ধারের অজুহাতে অভিযান চালানোর সময় তাকে হত্যা করা হয়। গতকাল (বৃহস্পতিবার)  পশ্চিম তীরের সামুয়া গ্রামে  ৪৪ বছর বয়সী এক ফিলিস্তিনি গ্রেফতার অভিযান থেকে বাচাঁর চেষ্টা করলে ইসরাইলি বাহিনী তার ওপর গুলি চালায়। এর ফলে তিনি শহীদ হন। এছাড়া পশ্চিম তীরের আল আরোব শরনার্থী শিবিরে  ইসরাইলি বাহিনী অভিযান চালালে  ৬০ বছর বয়সী এক বৃদ্ধা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান।
অবৈধ বসতি স্থাপনকারী তিন কিশোরকে উদ্ধারের অজুহাতে চালানো অভিযানে  এ পর্যন্ত বহু  নিরপরাধ ফিলিস্তিনিকে ইসরাইলি বাহিনী ধরে নিয়ে গেছে।  গত ‌১২ জুন ওই তিন কিশোর অধিকৃত পশ্চিমতীরের আল খলিল শহর থেকে নিখোঁজ হয়। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের উপর এর দায় চাপায় ইসরাইল । হামাস ইহুদিবাদী ইসরাইলের এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে- সম্প্রতি ফিলিস্তিনে হামাস ও ফাতাহ যে ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা করেছে,তা বানচাল করতেই কিশোর নিখোঁজের নাটক সাজানো হয়েছে।
গত বুধবার ফিলিস্তিনের কারাবন্দী বিষয়ক একটি সংস্থার জানিয়েছে- অবৈধ বসতি স্থাপনকারী তিন কিশোরকে উদ্ধারের অজুহাতে ইসরাইল ২৩ ফিলিস্তিনি আইন প্রণেতাকে ধরে নিয়ে যায়।#আইআরআইবি