‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
শনিবার

২৮ জুন ২০১৪

৪:৪০:০৩ PM
619707

নাইজেরিয়ায় সন্দেহভাজন ৩৭ নারী অপরহরণকারীকে আটক করল পুলিশ

নাইজেরিয়ায় স্কুল-ছাত্রী অপহরণের দায়ে সন্দেহভাজন ৩৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দেশটির আবিয়া প্রদেশের পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

আবনা : নাইজেরিয়ায় স্কুল-ছাত্রী অপহরণের দায়ে সন্দেহভাজন ৩৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দেশটির আবিয়া প্রদেশের পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
নারী অপহরণের দিক দিয়ে নাইজেরিয়া বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় রয়েছে। অপরাধী চক্রগুলো প্রায়ই নাইজেরিয়ার নাগরিকদের অপহরণ করে। এ ছাড়া, অনেক সময় দেশটি সফররত বিদেশি নাগরিকরাও সন্ত্রাসীদের হাতে পণবন্দি হন।
সাম্প্রতিক সময়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। গত ১৪ এপ্রিল তারা বোরনো প্রদেশের চিবোক শহরের একটি হাই স্কুল থেকে ২৭৬ জন ছাত্রীকে ধরে নিয়ে যায়। এদের মধ্যে ৫৭ জন পালিয়ে আসতে পারলেও এখনো ২১৯ ছাত্রী সন্ত্রাসীদের হাতে জিম্মি রয়েছে। এ ছাড়া, চলতি মাসের গোড়ার দিকে বোরনো প্রদেশের একটি গ্রাম থেকে আরো ৬১ নারীসহ ৯১ জনকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
এসব হতভাগ্য ছাত্রীকে মুক্ত করার জন্য নাইজেরিয়া সরকার অপহৃতদের পরিবার ও মানবাধিকার সংগঠনগুলোর প্রচণ্ড চাপের মুখে রয়েছে।#আইআরআইবি