‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বৃহস্পতিবার

৩ জুলাই ২০১৪

২:০০:২৩ PM
621136

ইসরাইলি হামলার জবাবে রকেট ছুঁড়েছে ফিলিস্তিনিরা

অবরুদ্ধ গাজায় অব্যাহত হামলার জবাব হিসেবে ইহুদিবাদী ইসরাইলে রকেট ছুড়েছে ফিলিস্তিনিরা। এর মধ্যে কয়েকটি রকেট ইসরাইলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে।

আবনা : অবরুদ্ধ গাজায় অব্যাহত হামলার জবাব হিসেবে ইহুদিবাদী ইসরাইলে রকেট ছুড়েছে ফিলিস্তিনিরা। এর মধ্যে কয়েকটি রকেট ইসরাইলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। এছাড়া ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রোন ডোম' দু’টি রকেট আকাশেই ধ্বংস করেছে। ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ‘সিদিরোত’ এলাকার মধ্যাঞ্চলে একটি রকেট আঘাত করেছে। এর ফলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এর কয়েক ঘন্টা আগেই ইসরাইলি জঙ্গি বিমানগুলো গাজার উত্তরাঞ্চলের ১৫টি স্থানে হামলা চালিয়েছে। এর ফলে অন্তত ১০ ফিলিস্তিনি আহত হয়েছে। তিন ইসরাইলি কিশোর নিখোঁজ হওয়ার পর থেকেই গাজায় হামলা বাড়িয়ে দেয় তেল আবিব। তাদের হামলায় এ পর্যন্ত বেশ কয়েক জন ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন।
গত ১২ জুন পশ্চিম তীরের আল-খলিল শহর থেকে তিন ইসরাইলি কিশোর নিখোঁজ হয়। এরপর ওই তিন কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিন ইসরাইলি কিশোরকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সুস্পষ্টভাবে অস্বীকার করেছে হামাস। সংগঠনটি বলেছে, হামাস ও ফাতাহ যে সংহতি চুক্তি করেছে তা নষ্ট করতে চাইছে ইহুদিবাদী ইসরাইল। এ কারণেই এ ধরনের অভিযোগ করা হচ্ছে।#