‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বৃহস্পতিবার

১০ জুলাই ২০১৪

২:৩৬:৩১ AM
622846

শহীদের সংখ্যা বেড়ে ৫১, তেল আবিবে মার্কিন দূতাবাস বন্ধ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে শহীদের সংখ্যা বেড়েই চলেছে।

আবনা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে শহীদের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ খবর অনুযায়ী, গত দু দিনের হামলায় নারী-শিশুসহ শহীদ হয়েছেন অন্তত ৫১ জন। এছাড়া, ইসরাইলের বিমান ও ট্যাংক হামলায় ৪৫০ জন আহত হয়েছেন। গাজায় স্থল অভিযান পরিচালনার পরিকল্পনা অনুমোদন করেছেন ইহুদিবাদী ইসরাইলের সেনাপ্রধান।
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খালেদ মাশআল ইসরাইলি আগ্রাসনের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন।
এদিকে, আজ (বুধবার) দিনের প্রথম দিকে হামাসের ছোঁড়া ৭০টির বেশি রকেট ইসরাইলে আঘাত হেনেছে। সর্বশেষ খবর থেকে জানা গেছে- ইসরাইলের রেগাভিম সামরিক ঘাঁটিতে একটি রকেট আঘাত হেনেছে। এছাড়া, তেল আবিব, জেরুজালেম, আশদোদ, আশকেলোন, রাহাত, হাইফা, শেদরত ও হাদেরা শহরে হামাসের রকেট আঘাত হেনেছে। হামাসের রকেট থেকে রক্ষা পেতে ও নিরাপদে আশ্রয় নিতে এসব শহরে দফায় দফায় সাইরেন বাজানো হয়। তবে এই প্রথম হামাসের রকেট ইসরাইলের ১১০ কিলোমিটার ভেতরে আঘাত হানলো।
অন্যদিকে, হামাসের রকেট হামলার কারণে ইসরাইলের ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে। পর্যটন শিল্পও পড়েছে ক্ষতির মুখে। পরিস্থিতির অবনতি হওয়ায় এরইমধ্যে ইসরাইলে যাওয়া পর্যটকরা হোটেলের বুকিং বাতিল করা শুরু করেছে। তেল আবিবে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে আমেরিকা। তবে এ বিষয়ে বিস্তারিত খবর পাওয়া যায় নি।
গাজা ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘর্ষ বন্ধের জন্য মিশর সরকার প্রচেষ্টা জোরদার করেছে বলে খবর আসছে।#