‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বৃহস্পতিবার

১০ জুলাই ২০১৪

১০:৫০:৩৬ AM
622941

ইসরাইলি পরমাণু স্থাপনার কাছে হামাসের রকেট হামলা

ইহুদিবাদী ইসরাইলের দিমোনা শহরে পরমাণু স্থাপনার কাছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস রকেট হামলা চালিয়েছে। ইরানের প্রেস টিভিসহ বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর

আবনা : ইহুদিবাদী ইসরাইলের দিমোনা শহরে পরমাণু স্থাপনার কাছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস রকেট হামলা চালিয়েছে। ইরানের প্রেস টিভিসহ বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
হামাসের দু টি রকেট পরমাণু স্থাপনার কাছে আঘাত হানে এবং একটি রকেট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম আকাশেই ধ্বংস করে। ইসরাইলের সামরিক বাহিনী এক টুইটার বার্তায় এ খবর দিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দিমোনার একটি ফাঁকা জায়গায় রকেট দুটি আঘাত হানে। হামাস এক বিবৃতিতে বলেছে, নিজেদের তৈরি এম-৭৫ রকেট দিয়ে দিমোনায় হামলা চালানো হয়েছে।
ইসরাইলের হাতে রয়েছে দু টি পরমাণু স্থাপনা। এর একটি হচ্ছে দিমোনা এবং অন্যটি আল-কুদস বা জেরুজালেম শহরে। ইসরাইলের বিজ্ঞানী ও রাজনীতিবিদরা দিমোনা পরমাণু স্থাপনা বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, পুরনো হয়ে যাওয়ায় এ স্থাপনা দিন দিন দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।#