‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
শনিবার

১২ জুলাই ২০১৪

১১:৫২:১৯ AM
623361

গাজায় ইসরাইলি বিমান ভূপাতিত করল ফিলিস্তিনিরা

সংগ্রামী ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা বিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে।

আবনা : সংগ্রামী ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা বিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে।
একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গাজার আকাশে হানাদার ওই বিমানটিকে (ড্রোন) ধ্বংস করা হয়েছে বলে ফিলিস্তিনি প্রতিরোধ সূত্র জানিয়েছে।
ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলোর অন্যতম কমান্ডার আবু মুজাহিদ জানিয়েছেন, সংগ্রামী ফিলিস্তিনি দলগুলো ইসরাইলের চলমান আগ্রাসন মোকাবেলার জন্য যৌথ কমান্ড কক্ষ চালু করেছে।
তিনি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধকামীরা এ পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্রের গুদামগুলো থেকে ইসরাইলে খুব সামান্য সংখ্যক ক্ষেপণাস্ত্রই নিক্ষেপ করেছে। ফিলিস্তিনিরা গত কয়েক দিনে ইসরাইলি আগ্রাসনের জবাবে অন্তত ৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরাইলি শহরগুলোতে।
পবিত্র রমজান মাসে গাজায় রোজাদার ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলের নির্বিচার বিমান হামলা পঞ্চম দিনের মত অব্যাহত রয়েছে। এইসব হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে রযেছে বহু নারী ও শিশু। ইসরাইলি হামলায় কেবল গতকালই (শুক্রবার) নিহত হয়েছে অন্তত ১১ জন ফিলিস্তিনি।
ব্রিটেন ও আমেরিকার সবুজ-সংকেত পেয়ে ইসরাইল ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রাখতে চায়। নরঘাতক নেতানিয়াহু গাজায় স্থল-হামলা চালানোর চিন্তা-ভাবনা করছে এবং এ জন্য ৪০ হাজার ইসরাইলি রিজার্ভ-সেনা তলব করেছে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ইসরাইল গাজায় স্থল-অভিযান চালানোর ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছে। কারণ, ইসরাইলি সেনারা স্থল-যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা করছে। ফিলিস্তিনের সংগ্রামী দলগুলো বলেছে, গাজাকে ইসরাইলি সেনাদের গণ-কবরে রূপান্তরিত করা হবে এবং শাহাদাত-পিয়াসি গ্রুপগুলো ইসরাইলি সেনাদের স্থল-হামলার জন্যই অপেক্ষা করছেন।#