‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : banglanews24
বুধবার

১৬ জুলাই ২০১৪

১১:৪৭:২৮ AM
624412

গাজায় হামলার প্রতিবাদ ইসলামী আন্দোলনের

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন-বাংলাদেশ। বুধবার দুপুর ২টায় নগরীর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটির মহানগর শাখার নেতারা।

আবনা : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন-বাংলাদেশ। বুধবার দুপুর ২টায় নগরীর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটির মহানগর শাখার নেতারা।
মানববন্ধনে গাজায় ‘গণহত্যা’ চালানো হচ্ছে দাবি করে বক্তারা বলেন, ইসরাইল একটি অবৈধ রাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া, এরা মানবতার শত্রু। ফিলিস্তিনে কোন যুদ্ধ নয়, ঠাণ্ডা মাথায় মুসলমান নিধন চলছে। যা কোনভাবে মুসলিম সমাজ মেনে নিতে পারে না।
বক্তারা বলেন, এত হত্যার পরও ওআইসি, আরব লীগ ও মুসলিম বিশ্বের শাসকরা এ নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে না। গাজায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আর বিশ্ব সম্প্রদায় তামাশা দেখছে।
মানববন্ধনে জাতিসংঘের তীব্র সমালোচনা করে নেতারা বলেন, ফিলিস্তিনে যখন গণহত্যা চলে, তখন জাতিসংঘের কোন খবর নেই কিন্তু আমেরিকার স্বার্থে আঘাত লাগলেই কেবল তারা নড়েচড়ে বসে।
ইসলামী আন্দোলন-বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জান্নাতুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহসভাপতি আবুল কাশেম মাতব্বর, নুরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ আল ইকবাল, বশির আহমদ রতন, মাওলানা মনসুরুল হক জিহাদী, ডা.মুহাম্মদ রেজাউল করিম প্রমুখ।
প্রতিবাদ সভা থেকে আগামী শুক্রবার নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনের আগে ইসরাইলের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।