‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : banglanews24
বুধবার

১৬ জুলাই ২০১৪

১১:৫৭:১৩ AM
624416

ঢাকায় জাতিসংঘ অফিস ঘেরাও করার ঘোষণা ঢাবি শিক্ষার্থীদের

গাজায় ইসরাইলি হামলা বন্ধে দ্রুতই কোনো 'ব্যবস্থা' না নিলে ঢাকায় জাতিসংঘ অফিস ঘেরাও করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

আবনা : গাজায় ইসরাইলি হামলা বন্ধে দ্রুতই কোনো 'ব্যবস্থা' না নিলে ঢাকায় জাতিসংঘ অফিস ঘেরাও করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গাজায় নির্মম গণহত্যা বন্ধে বিক্ষোভ ও ইসরাইলি পণ্য ধ্বংস কর্মসূচি পালন শেষে তারা এ ঘোষণা দেন।
‘ইয়ং পেট্রিটিয়টস’ সংগঠনের ব্যানারে দুপুর ২টায় পালিত এ কর্মসূচিতে ঢাবির বিভিন্ন অনুষদের কয়েক'শ শিক্ষার্থী অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন ঢাবি শিক্ষার্থী ও কর্মসূচির অনতম সংগঠক এম এ লতিফ।
বিক্ষোভ চলাকালে বক্তারা 'ইসরাইল সারা বিশ্বে অশান্তি সৃষ্টির পায়তারা করছে' উল্লেখ করে তারা বলেন, বিশ্ববাসীর অনুরোধ উপেক্ষা করে বারবার ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে বেসামরিক ও শিশুদের হত্যা করা হচ্ছে।
বক্তারা বলেন, বিশ্ব সম্প্রদায় ও জাতিসংঘ যদি গাজায় গণহত্যা বন্ধে আদৌ নিশ্চুপ ভূমিকা পালন করে সে ক্ষেত্রে বাধ্য হয়েই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি হিসেবে ঢাকায় জাতিসংঘ অফিস ঘেরাও করবে ঢাবি শিক্ষার্থীরা।
মানবতার জন্য দ্রুত এ গণহত্যা ও নির্মম হামলা বন্ধ করতে ইসরাইলের প্রতি আহবানও জানান তারা।
এর আগে শিক্ষার্থীরা ইসরাইলের অর্থনৈতিক শক্তিতে আঘাত হানতে হলে আগে ‘মেড ইন ইসরাইল’ পণ্য বর্জন করতে আহবান জানিয়ে বেশ কয়েকটি পণ্য আগুনে পোড়ান।
চলতি সপ্তাহে শুরু হওয়া ইসরাইলি হামলায় গাজায় এ পর্যন্ত নারী ও শিশুসহ ২০০-এর অধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।