‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বুধবার

১৬ জুলাই ২০১৪

১:০১:৩৪ PM
624450

গাজায় শহীদ ২০৫; হামাস নেতাদের বাড়িতে হামলা শুরু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত ২০৫ জন শহীদ হয়েছেন।

আবনা : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত ২০৫ জন শহীদ হয়েছেন।
আজ সকালে ইসরাইলের বিমান ও ট্যাংক থেকো ছোঁড়া গোলার আঘাতে রাফাহ শহরে শহীদ হয়েছেন অন্তত দু জন। আলাদা আরেকটি হামলায় একই শহরে শহীদ হন অন্য এক তরুণ। খান ইউনুস শহরে আরকে হামলায় শহীদ হয়েছেন ১৯ বছর বয়সী তরুণ। এর ঘণ্টা খানেক পরে ইহুদিবাদী সেনাদের ট্যাংক থেকে ছোঁড়া গোলার আঘাতে অন্য একজন শহীদ হন।
ইসরাইলের আগ্রাসনে এ পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছেন তার মধ্যে নারী ও শিশু হচ্ছে শতকরা ৩০ ভাগ। এ তথ্য দিয়েছেন গাজার স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা।  
এদিকে, গতকাল মিশরের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর হামাসের শীর্ষ পর্যায়ের নেতাদের ঘর-বাড়িতে হামলা চালাতে শুরু করেছে ইসরাইল। আজ (বুধবার) সকালে মাহমুদ আজ-জাহারসহ কয়েকজন হামাস নেতার বাড়িতে হামলা হয়। তবে এসব হামলায় কোনো হতাহেতর খবর পাওয়া যায় নি।#