‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বৃহস্পতিবার

১৭ জুলাই ২০১৪

২:০৪:০৬ PM
624680

৫ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ (বৃহস্পতিবার) পাঁচ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

আবনা : অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ (বৃহস্পতিবার) পাঁচ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। মানবিক ত্রাণ তৎপরতা চালানোর জন্য জাতিসংঘের অনুরোধে এ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তেল আবিবও। সেইসঙ্গে একটি দীর্ঘমেয়াদি অস্ত্রবিরতির লক্ষ্যেও প্রচেষ্টা চলছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার শেষ বেলায় গাজা উপকূলে সাগর পাড়ে খেলায় মেতে থাকা চার শিশুকে নির্মমভাবে হত্যা করেছে ইহুদিবাদী সেনারা। এ নিয়ে গাজায় টানা গত ১০ দিনের বর্বরতায় ২২৬ ফিলিস্তিনি শহীদ ও অপর ১,৬৭৮ জন ফিলিস্তিনি আহত হলেন। গাজা-ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন বলেছে, হতাহত ফিলিস্তিনিদের শতকরা ৮০ ভাগই বেসামরিক নাগরিক।
গাজার স্থানীয় সময় আজ সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ যুদ্ধবিরতি চলবে। হামাসের মুখপাত্র সামি আবু যুহরি বলেছেন, পরিস্থিতি ঠাণ্ডা করতে জাতিসংঘকে সহায়াত করার লক্ষ্যে তারা এ যুদ্ধবিরতি মেনে নিয়েছেন।
গত ৮ জুলাই গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতা শুরু হওয়ার পর থেকে হামাসের প্রতিারোধ  যোদ্ধারা ইসরাইলকে লক্ষ্য করে অন্তত ১,২০০টি রকেট নিক্ষেপ করেছে। ইসরাইলি বাহিনী জানিয়েছে, বুধবার গাজা থেকে ৮২টি রকেট নিক্ষেপ করা হয় এবং এর মধ্যে প্রায় ৩০টি ‘আয়রন ডোম’ দিয়ে ঠেকানো সম্ভব হয়েছে।
এর আগে পাশ্চাত্য ও ইসরাইলপন্থি মিশর সরকারের মধ্যস্থতায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি মেনে নিতে অস্বীকৃতি জানায় হামাস। প্রতিরোধ সংগঠনটি সতর্ক করে দিয়ে বলে, গাজার উপর থেকে অবরোধ পুরোপুরি তুলে না নেয়া পর্যন্ত তারা কোনো যুদ্ধবিরতি মানবেন না।#