‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

২২ জুলাই ২০১৪

৩:৫০:৫২ PM
625933

৫ মাসের শিশু গাজার সর্বকনিষ্ট শহীদ

জায়নবাদী ইসরাইলের বিমান হামলার ঘটনায় খাট থেকে ছিটকে পড়ে মস্তিস্কে রক্তক্ষরণে শহীদ হয়েছে ৫ মাসের এক শিশু।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : জায়নবাদী ইসরাইলের এফ-১৬ বিমান হামলায় শহীদদের মধ্যে সর্বকনিষ্ট শহীদ হচ্ছে ৫ মাসের এক মেয়ে শিশু। রাফাহ শরণার্থী শিবিরকে লক্ষ্য করে জায়নবাদী ইসরাইলের চালানো বিমান হামলায় খাট থেকে ছিটকে পড়ে ঐ শিশু।
শিশুটির বাবা দ্রুত তাকে হাসপাতালে নিলে প্রাথমিক চিকিত্সা ও পরীক্ষার পর চিকিত্সকরা তাকে সুস্থ বলে রিপোর্ট করলে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর মস্তিস্কে রক্তক্ষরণের কারণে সে মারা যায়।
উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরাইলের টানা দু সপ্তাহে গণহত্যার শিকার হয়েছেন ৫৭৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৩,৩০০ জন। শহীদ হওয়া ফিলিস্তিনিদের বিরাট অংশ হচ্ছে নারী, শিশু ও বয়স্ক মানুষ। এছাড়া ধ্বংস হয়েছে অন্তত চারটি হাসপাতাল, ৩৪টি মসজিদ ও বহু শিক্ষাপ্রতিষ্ঠান।#