‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বৃহস্পতিবার

২৪ জুলাই ২০১৪

৭:২০:৫৭ AM
626320

‘সীমান্ত নিরাপত্তায় সেনা-হিজবুল্লাহ একসঙ্গে কাজ করছে’

লেবাননের পূর্ব সীমান্তে সিরিয়ার সেনা ও আন-নুসরা তাকফিরি সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তায় লেবাননের সেনাবাহিনী এবং ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ একসঙ্গে কাজ করছে।

আবনা : লেবাননের পূর্ব সীমান্তে সিরিয়ার সেনা ও আন-নুসরা তাকফিরি সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তায় লেবাননের সেনাবাহিনী এবং ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ একসঙ্গে কাজ করছে। এ জন্য সিরিয়ার কালামুন এলাকা থেকে তারা লেবাননের বেকা উপত্যকা পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করার কাজ হাতে নিয়েছে।
সপ্তাহের শেষ দিকে এসে অন্তত ১০০টি পয়েন্টে লেবাননের সেনা মোতায়েন করা হয়েছে। লেবাননের ডেইলি স্টার পত্রিকা জানিয়েছে, আগামী লাইলাতুল কদরের রাতে আন-নুসরা ফ্রন্টের অন্তত ৩,০০০ হাজার সন্ত্রাসী ভয়াবহ অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। পশ্চিমা কয়েকটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রায় দু সপ্তাহ আগে লেবাননের সামরিক বাহিনী এ তথ্য পেয়েছে।
সিরিয়ার সন্ত্রাসীরা পরিকল্পনা নিয়েছে যে, তারা লেবাননের গ্রামে বিপজ্জনক অভিযান চালিয়ে বহুসংখ্যক মানুষকে অপহরণ করতে চায় যাতে লেবাননের কারাগারে আটক নুসরা ফ্রন্টের সদস্যদের মুক্তির জন্য ঢাল হিসেবে ব্যবহার করা যায়।#